২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রামুতে ভ্রাতৃত্ব ও ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত :আবদুল আলী সিকদার বংশের ইছালে ছওয়াব মাহফিল

বিশেষ প্রতিবেদক:

রামুতে রক্তে-আত্মায় ভ্রাতৃত্ব, আন্তরিকতা-শ্রদ্ধার সম্মিলন ও ধর্মীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে, ‘আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৯তম ইছালে ছওয়াব মাহফিল। গতকাল শনিবার (২৫ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত ইছালে ছওয়াব মাহফিলে আত্মীয়তা ও সামাজিক বন্ধন সম্পর্কে আলোচনা করেন, আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রধান উপদেষ্টা ও রামু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট আবুল মনসুর। মাহফিলে দ্বীনি ইসলামে আত্মীয়তার সম্পর্কে ধর্মীয় আলোচনা করেন, রুস্তম আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য ও ধেচুয়া পালং কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবু তাহের।

রামু-উখিয়ার প্রাচীন জনগোষ্ঠীর সংগঠন আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘর সভাপতি ও ধেচুয়া পালং উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ খালেদের সঞ্চালনায় ১৯তম ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচকের বক্তৃতায় আলহাজ্ব এডভোকেট আবুল মনসুর বলেন, আমাদের বংশের পূর্ব পুরুষের কষ্টার্জিত সম্পদ আজ আমরা ভোগ করছি। পরকালে আমাদের পূর্ব পুরুষরা যেন ভালো থাকে, প্রজন্মরাও যেন সম্প্রীতিতে থাকি এবং পূর্ব পুরুষের পরিচয় ধরে রাখতে পারি, সেই লক্ষ্যে এই ইছালে ছওয়াব মাহফিল। অনেক আত্মীয়-পরিজন, আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। আমরা তাদের জন্য এমন কিছু করতে চাই, যা হবে তাদের জন্য পরকালের কল্যাণের বাহক। উপহার হিসেবে পৌঁছে যাবে, তাদের রুহের কাছে। সে কাজই হলো, ইছালে ছওয়াব মাহফিলের পবিত্র কোরআন খতম, তাছবিহ তাহলীল। ইছালে ছওয়াব হলো, মৃত স্বজনের কল্যাণের জন্য নেক আমল।

তিনি বলেন, কক্সবাজার জেলার প্রথম উচ্চ শিক্ষিত পুরুষ আবদুল আলী সিকদার বংশের সন্তান। কক্সবাজারের প্রথম আইনজীবী এবং এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসকও এই বংশের সন্তান। এমনকি এই খুনিয়াপালং ইউনিয়নের এমএসসি ডিগ্রি অর্জনকারী ব্যক্তিও আবদুল আলী সিকদার বংশের সন্তান। আমাদের পূর্বপুরুষরা রামু-কক্সবাজারের শিক্ষা ব্যবস্থায় অগ্র ভূমিকা পালন করেন। আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলা। প্রজন্মকে শিক্ষিত করে, আমাদের বংশধারাকে শিক্ষাবান্ধব করতে হবে। পাশাপাশি সাংগঠনিক কর্মকান্ড পরিচালনাতেও আন্তরিক ও দক্ষ- কৌশলী হতে হবে। ভালোমন্দ বুঝার বিবেক আমাদের রয়েছে। সম্প্রীতি-ভ্রাতৃত্ব, আন্তরিকতা-শ্রদ্ধার সম্মিলন রক্ষা করতে হলে, আমাদের ধৈর্যধারন করতে হবে।

ধর্মীয় আলোচনায় মাওলানা আবু তাহের বলেন, সৎকর্মের মাধ্যমে আমাদের পূর্বপুরুষের জন্য দোয়া প্রার্থনার উদ্দেশ্যে আবদুল আলী সিকদার বংশের এই ইছালে ছওয়াব মাহফিল। ১৯ বছর ধরে ইছালে ছওয়াব মাহফিল আয়োজন করে আসছেন, আবদুল আলী সিকদার বংশের প্রজন্মরা। এই রেওয়াজ প্রজন্ম থেকে প্রজন্ম চালু রাখতে হবে। এ ধরনের কাজ বা মাহফিল আয়োজন করে, মরহুম পিতা-মাতা সহ সকল মৃত আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শনিবার সকালে আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র প্রজন্ম পরিচিতি সভায় বক্তৃতা করেন, সংগঠনের সহ-সভাপতি ও উখিয়া উপজেলার হলদিয়া পালং কমিউনিটি পুলিশিং সভাপতি সার্জেন্ট (অব:) মাহমুদুল হক সিকদার, যুগ্ম-সম্পাদক ডা. এম এম আবদুল গফুর, প্রাইম ইসলামী লাইফ ইনসুরেন্সের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জসিম উদ্দিন চৌধুরী, রামু কালার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম চৌধুরী, রামু আল ফুয়াদ একাডেমির শিক্ষক এহেছানুল করিম চৌধুরী, রুস্তম আলী সিকদার প্রজন্ম পরিষদের আহ্বায়ক এডভোকেট ইসহাক শাহরিয়ার নিক্সন, ফতেখাঁরকুলস্থ হায়দার আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য এডভোকেট তানভীর শাহ, হোছন আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য ওবাইদুল হক নোমান, খুনিয়া পালংস্থ হায়দার আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য সচিব মো. মনজুর আলম সিকদার মানিক, সদস্য মো. আলমগীর সিকদার, মাগন আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম সিকদার, মো. সাইফুল ইসলাম, হলদিয়া পালংস্থ শমশের আলী সিকদার প্রজন্ম পরিষদের আহ্বায়ক মোজাম্মেল হক সিকদার, জব্বার আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য মোহাম্মদ আবদুল্লাহ প্রমুখ।

রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নে পূর্ব ধেচুয়া পালং সিকদার পাড়া এলাকার আবদুল আলী সিকদার বংশের মাগন আলী সিকদার প্রজন্ম মরহুম আমিন মোহাম্মদ আলীর গৃহাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে বংশের মরহুম স্বজনদের স্মরণে পবিত্র কোরআন খতম, তাছবিহ তাহলীল, প্রজন্ম পরিচিতি সভা, জোহরের নামাজ আদায়ের পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দুপুরে আবদুল আলী সিকদার বংশের প্রজন্মরা মেজবানে অংশ নেন। আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘের মাগন আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য সচিব মো. আবদুল খালেক, সদস্য মো. জাহাঙ্গীর আলম সিকদার, রাসেল সরওয়ার, হায়দার আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য মোহাম্মদ আলমগীর সিকদার, শমশের আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য দিদারুল আলম সিকদার ও রুস্তম আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্য এহেছানুল করিম চৌধুরী সহ মাগন আলী সিকদার প্রজন্ম পরিষদের সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় আবদুল আলী সিকদার বংশ সংহতি সংঘ’র ১৯তম ইছালে ছওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।