সংবাদ বিজ্ঞপ্তিঃ রামুর ফতেকার কূল অফিসের চড়ের লামার পাড়ার সুলতান আহমদ চৌধুরীর সন্তান একে এম ফজলুল হক চৌধুরী প্রকাশ বাদল চৌধুরী শনিবার দিবাগত রাত ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৭ বছর। তিনি রামুর সাবেক উপজেলা চেয়ারম্যান আহামুদুল হক চৌধুরীর ছোট ভাই।
তিনি তার দুই মেয়ে, এক ছেলে এবং স্ত্রীসহ আত্বীয় স্বজন, বহু গুনগ্রাহী রেখে যান। এদিকে একে এম ফজলুল হক চৌধুরীর মৃত্যুতে তার এলাকায় শোকের ছায়া নেমেছে।
শনিবার বিকাল ৪.১৫ মিনিটে রামু কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা অনুষ্টিত হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।