১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামুর কাউয়ারখোপে মরহুম প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেলের স্মরণে দু’আ মাহফিল ও আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি
মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত রামু কাউয়ারখোপ উন্নয়ন পরিষদের সভাপতি তরুণ প্রকৌশলী মরহুম গিয়াস উদ্দিন রুবেলের রুহের মাগফিরাত কামনায় দু’আ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরহুমের বন্ধুমহল ও পরিবারবর্গের ব্যবস্থাপনায় জুমাবার (২০ মে) বিকেলে কাউয়ারখোপের বৈলতলী বাইতুর রিদুয়ান জামে মসজিদ মাঠে এ দু’আ মাহফিলের আয়োজন করা হয়।
এতে বক্তারা বলেন, তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল ছিলেন, একজন সম্ভাবনাময়ী তরুণ। দ্বীনি চেতনা, মানবিক মূল্যবোধ ও সামাজিক শিষ্টাচারিতাসহ বহু গুণাবলীতে আলোকিত এ আদর্শ তরুণ ছিলেন সমাজের সম্পদ ও নবপ্রজন্মের প্রেরণা। অত্যন্ত সামাজিক, মানবিক, নম্র ও ভদ্র  এ তরুণ কেবল  কাউয়ারখোপ নয়; পুরো রামুবাসীর গর্ব ছিলেন। নিজ ইউনিয়ন কাউয়ারখোপ নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিলো। মানবতার কল্যাণে ছিলো অনেক পরিকল্পনা। সে স্বপ্ন ও  মহৎ পরিকল্পনাগুলো রূপায়ন করে গিয়াস উদ্দিন রুবেলের অবদানের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
বিশিষ্ট সমাজ সেবক ওসমান সরওয়ার মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দু’আ মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম। প্রধান  আলোচক ছিলেন, রামু লেখক ফোরামের সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।
উসওয়াতুন হাসানাহ ছাত্র পরিষদের সভাপতি মুহাম্মদ আতিকুর রহমানের সঞ্চালনায় এ দু’আ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক এম. সুলতান আহমদ মনিরী, মরহুমের পিতা, বিশিষ্ট ব্যবসায়ী নাজির হোসাইন, সাংবাদিক কাজী আব্দুল্লাহ আল-মামুন, মাস্টার মোহাম্মদ মোস্তফা কামাল, মোহাম্মদ হানিফ জিহাদী, মাওলানা আতাউল্লাহ, মাওলানা ছৈয়দুল্লাহ ফারুকী,  সাবেক এমইউপি আব্দুল গফুর।
এছাড়াও স্মৃতিচারণে অংশ নেন, মরহুমের ছোট ভাই মুহাম্মদ রিয়াদ, বন্ধু দেলোয়ার হোসেন সাঈদী, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা মিজানুর রহমান, মাওলানা এনামুল হক, মাওলানা আব্দুর রাজ্জাক, মুহাম্মদ আলমগীর,  মুহাম্মদ ইসমাইল জিসান, কুরবান আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাফেজ মুহাম্মদ রিয়াদ, হাফেজ ওসমান গণি, মাওলানা হানিফ আল মাহমুদ, মুহাম্মদ হুমায়ুন কবির, মুহাম্মদ জসিম উদ্দিন রাকিব, মুহাম্মদ বেলাল রাশেদ, মুহাম্মদ ইমরান, মুহাম্মদ মুরশেদ হাসান রাজ, মুহাম্মদ শাহেদ,  মাওলানা জুনায়েদ আহমদ, মুহাম্মদ কামাল উদ্দিন,  মুহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
এ দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইউপি  চেয়ারম্যান শামসুল আলম মরহুম গিয়াস উদ্দিনের নামে তাঁর বাড়ির পার্শবর্তী একটি সড়কের নামকরণ করার ঘোষণা দেন। সেই সাথে তিনি বলেন, এলাকার উন্নয়ন ও মানবতার কল্যাণে নিয়ে গিয়াস উদ্দিনের চিন্তাধারা খুবই ভালো ছিলো।  তাঁর সে স্বপ্ন বাস্তবায়নে সবাইকে সম্মিলিত প্রয়াস চালিয়ে যেতে হবে।
শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দু’আ পরিচালনা করেন, কক্সবাজার রহমানিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা কলিমুল্লাহ।
উল্লেখ্য, তরুণ প্রকৌশলী গিয়াস উদ্দিন রুবেল (২২) ১৩ মে (জুমাবার) রাত সাড়ে দশটায় রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের লাঠি মৌলভীর টেক নামক স্থানে চট্টগ্রাম -কক্সবাজার সড়কে মর্মান্তিক এক সড়ক দূর্ঘটনায় ইন্তেকাল করেন -ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি রামু উপজেলার কাউয়ারখোপ বাজারের সার ডিলার নাজির হোছাইনের ছেলে। তিনি ছিলেন,  প্রাইভেট সেক্টর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফেডারেশন বাংলাদেশ  রামু উপজেলা শাখার সহ-অর্থ সম্পাদক।  তিনি স্থানীয়ভাবে হেফাজতে ইসলাম ছাত্র ও যুবপরিষদ নামক একটি সংগঠনেরও সভাপতি ছিলেন। এছাড়াও রুবেল বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমুলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন।
৩ ভাই, ২ বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। তাঁর মৃত্যুর খবরে পুরো রামুতে শোকের ছায়া বিরাজ করছে।
১৪ মে (শনিবার) সকাল ১০ টায় কাউয়ারখোপ ইউনিয়নের বৈলতলি জামে মসজিদ সংলগ্ন মাঠে নামাযে জানাযা জানাযা শেষে মরহুমকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।