১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামু’র খুনিয়া পালংয়ে খতিয়ানি জমি দখলে নিতে মাওলানা কেফায়েতুল্লাহ’র উপর সন্ত্রাসী হামলা

হামলায় আহত হয়েছে দারিয়াদিঘী মাদরাসার পরিচালকসহ ১জন। শুক্রবার (০৮এপ্রিল) বিকেলে ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায়, কয়েক বছর ধরে রামু দারিয়াদিঘী মাদ্রাসার পরিচালক মাওলানা কেফায়েত উল্লাহ তপশীলোক্তবসতভিটা দখলের পাঁয়তারা করে আসছে চিহ্নিত একটি ভূমিদস্যু চক্র। চক্রটি ইতোমধ্যে বসতভিটা দখলে নানা ষড়যন্ত্রের ফাঁদপেতেছে।

উক্ত জমির বিষয়টি ইতিপূর্বে ভূমিদস্যু গ্রুপটি অবৈবভাবে ঘর নির্মান করে দখল করতে চেয়েছিল।বিষয়টি বুঝতে পেরে নিজেরবসতভিটা রক্ষায় স্থানীয় গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন মাওলানা কেফায়েত উল্লাহ। বিচারাধীন থাকার পরেও ভূমিদস্যুরা জবর দখল করতে আসে।

মাওলানা কেফায়েত উল্লাহ, বলেন, ক্রয়সূত্রে জমির মালিক হয়ে দীর্ঘ তিন যুগ ধরে ভোগদখল করে আসছি। দিয়ারা বিএসখতিয়ানসহ রেকর্ডপত্র চূড়ান্ত আছে আমার নামে। এই বসতভিটার খতিয়ান নামজারিও হয়েছে।

জমির বৈধ কোন দলিলাদী ছাড়া গতকাল মাওলানা কেফায়েত উল্লাহ তপশীলোক্ত বসতভিটা জোর করে দখলের উদ্দেশ্যেকিরিচ, দা, লোহার রড লাঠি নিয়ে হামলা চালায় একই এলাকার মৃত মুহাম্মদ হোছনের পুত্র কামাল জসিমসহ আরও20/30 জন দুর্বৃত্ত। হামলায় কেফায়েত উল্লাহ গুরুতর আহত হয়।

আহতদের আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

তৎক্ষনাৎ রামু থানার একদল চৌকস পুলিশের টীম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসতে সক্ষম হন।
ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার নিয়ে যান, পরে মুচলেকা তিনি সাড়া পান বলে জানান।

পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু এখনো হামলাকারীরা নানা হুমকী ধমকী দিয়ে আসছে।

আহত মাওলানা কেফায়েত উল্লাহ বলেন, সম্প্রতি জায়গার দাম বৃদ্ধি পাওয়ায় বেপরোয়া হয়ে উঠে এই ভূমিদস্যু চক্র। চক্রটিদীর্ঘদিন ধরে সন্ত্রাসী বাহিনী দিয়ে সাধারণ মানুষের জায়গা দখল উৎসবে মেতে উঠেছে।

সম্প্রতি একটি ভূমিদস্যু গ্রুপ মাওলানা কেফায়েত উল্লাহ ক্রয়কৃত ভোগদখলীয় জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে।

সাধারণ মানুষ এর প্রতিকার চাইলে শিকার হতে হয় হামলামামলার। এই চিহ্নিত ভূমিদস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনেরহস্তক্ষেপ কামনা করছি।
ব্যাপারে রামু থানার ব্যাপারে রামু থানার উপপরিদর্শক মাহমুদুল হাসান জানান, ঘটনা সংক্রান্ত একটি অভিযোগপেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।