১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামুর পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নীতিশ বড়ুয়া,(রামু): বাংলাদেশের বৌদ্ধদের অন্যতম ধর্মীয়গুরু, একুশে পদকে ভূষিত, উপ-সংঘরাজ, রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব গ্রহন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (৮ আগষ্ট) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন বৌদ্ধ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে এসে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা জানান। মন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ ধর্মীয়গুরু, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শয্যা পাশে দীর্ঘক্ষন অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের উপচার্য ডা. কনক কান্তি বড়ুয়া, বাংলাদেশ আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা আন্তর্জাতিক বৌদ্ধ বিহরের উপাধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র শিষ্য- ভিক্ষু সুনন্দপ্রিয় মহাথের, শীলপ্রিয় থের, সাবেক ছাত্রলীগ নেতা রাহুল বড়ুয়া, ওসমাণ গণি, বৌদ্ধ নেতা বংকিম বড়ুয়া ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।
রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজু বড়ুয়া জানান, মহাবিহারের অধ্যক্ষ, পন্ডিত সত্যপ্রিয় মহাথের বার্ধক্য জনিত কারনে শারীরিক অসুস্থ বোধ করলে তাঁকে কক্সবাজারের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকের পরামর্শে গত ৫ আগষ্ট (রোববার) উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। রোববার বিকালে কক্সবাজার থেকে বিমান যোগে ঢাকা নেয়ার প্রাক্কালে কক্সবাজার বিমান বন্দরে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে দেখতে যান কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এসময় পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্ব নিয়ে এমপি কমল নগদ ২৫ হাজার টাকা দেন এবং পরবর্তী চিকিৎসার সকল প্রকার দায়িত্ব নেয়ার কথা জানান। বৌদ্ধ নেতা রাজু বড়–য়া পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র চিকিৎসার দায়িত্বসহ সার্বক্ষনিক খবরা-খবর নেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের ও সাইমুম সরওয়ার কমল এমপি সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।