নিজস্ব প্রতিবেদক, রামু
আজকের প্রজন্মকে পড়ালেখা ও ক্রীড়ায় সমৃক্ত রেখে, বিপথগামী হওয়ার হাত থেকে বাঁচাতে হবে। তাদের খেলার মাঠে আনতে হবে। ক্রীড়ায় রামু উপজেলার ঐতিহ্য রয়েছে। পড়ালেখা ও খেলাধুলায় রামু উপজেলাকে মডেল হিসেবে গড়ে তোলতে চাই। এ জন্য প্রযোজন সকলের আন্তরিক সহযোগিতা। গতকাল বুধবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা ক্রীড়া সংস্থার সভায় ইউএনও প্রণয় চাকমার এ কথা বলেন।
উপজেলা পরিষদের হলরুমে বিকাল ৫টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি প্রণয় চাকমা।
সভায় সম্মিলিত আলোচনায় বক্তারা বলেন,
উপজেলা ক্রীড়া সংস্থাটিকে প্রাণ চাঞ্চল্য রাখতে ইউনিয়ন পর্যায়ে খেলা আয়োজন করে, তৃণমূল থেকে খেলোয়াড় সৃষ্টির উদ্যোগ নিতে হবে। খেলাধুলায় ছেলে-মেয়েদের জড়িয়ে রাখতে পারলে, তাদের মধ্যে অপরাধমূলক কাজের প্রবণতা কমে যাবে। ফলে সমাজ অপরাধমুক্ত থাকবে। বর্তমান সময়ে আমাদের ছেলে-মেয়েরা মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। সুষ্ঠু জীবন যাপনের জন্য, তাদের খেলার মাঠে আনতে হবে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের নির্বাহী পরিচালক কিশোর বড়ুয়া, রামু ব্রদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, অতিরিক্ত সাধারণ সম্পাদক বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সদস্য বিজন বড়ুয়া, যুগ্ম-সম্পাদক রামু এভারেস্ট টিচিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রাজু বড়ুয়া, ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন, কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউট রামু উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সুকুমার বড়ুয়া বুলু, নির্বাহী সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমিনা পারভীন, উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে, যুব উন্নয়ন অফিসার মো. নূরে আলম মজুমদার, সদস্য জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য জ্যোতিঃম্মর্য় বড়ুয়া মঙ্গল, বাংলাদেশ স্কাউট কক্সবাজার জেলা সহ-সভাপতি আ ন ম আজগর হোসাইন, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আহ্বায়ক তরুপ বড়ুয়া, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, মহিলা সদস্য বাংলাদেশ স্কাউট রামু উপজেলার সাধারণ সম্পাদক আঙ্গুর বালা দাশ প্রমুখ।
সভায় সকল সদস্যের সিদ্ধান্তক্রমে রামু উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাসান ভুঁইয়া ও রামু ফুটবল ট্রেনিং সেন্টারের পরিচালক সুপন বড়ুয়া শিপনকে কো-অব সদস্য হিসেবে রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মনোনীত করা হয় এবং উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করতে, নানাবিধ পরিকল্পনা গ্রহণ করা হয়। শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মর্যাদার লড়াইয়ে রামু উপজেলা ক্রীড়া সংস্থার অংশগ্রহণ সহ আগামীতে ইউনিয়নভিত্তিক ফুটবল টুর্ণামেন্ট আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।