১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটি বিলুপ্তঃ আহবায়ক কমিটি গঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনায় আহবায়ক কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় কেন্দ্রীয় সীমা বিহার মিলনায়তনে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠিত হয়। এতে রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, উপ-সংঘরাজ, একুশে পদকপ্রাপ্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে আহবায়ক, শীলপ্রিয় থের, রুৎফুল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন, মৃনাল বড়ুয়া ও অধ্যাপক নীলোৎপল বড়ুয়াকে সদস্য করা হয়েছে।
এ উপলক্ষে অনুষ্ঠিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন রামু কেন্দ্রীয় সীমা বিহার পরিচালনা কমিটির সভাপতি পন্ডিত সত্যপ্রিয় মহাথের। সাধারণ সম্পাদক তরুণ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক ভিক্ষু শীলপ্রিয় থের, নিমাংশু বড়–য়া, দেবপ্রসাদ বড়ুয়া টিপু, অলক বড়ুয়া, ব্যোমকেশ বড়ুয়া, দুলাল বড়ুয়া, রুৎফুল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, পবন বড়ুয়া, অধ্যাপক পরীক্ষিত বড়ুয়া টুটুন, পলক বড়–য়া আপ্পু, মৃনাল বড়–য়া, অধ্যাপক নীলোৎপল বড়–য়া, মাষ্টার সুমথ বড়–য়া, বিপুল বড়–য়া আব্বু, মাষ্টার চম্পক বড়–য়া প্রমুখ নেতৃবৃন্দ। সভায় দীর্ঘ ১৮ বছর ধরে বিহার পরিচালনা করায় কমিটিকে ধন্যবাদ ও আশীর্বাদ জানিয়ে সভার সভাপতি পন্ডিত সত্যপ্রিয় মহাথের বিহার পরিচালনা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। পরে উপস্থিত সকলের সম্মতিতে পন্ডিত সত্যপ্রিয় মহাথেরকে প্রধান করে ৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। বিহারাধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।