বিশেষ প্রতিবেদকঃ
রামুতে ৪০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও চোলাইমদ বহনে ব্যবহৃত একটি অটোরিক্সা (সিএনজি) জব্দ করেছে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। জব্দকৃত সিএনজির রেজিস্ট্রেশন নাম্বার হলো কক্সবাজার-থ-১১-৬৭১১। এসময় সিএনজিতে থাকা যাত্রীকে আটক করা হয়।
আটককৃত সিএনজি যাত্রী হলো রামু উখিয়ার ঘোনা এলাকার মৃত আব্দুছ সালাম ও জহুরা খাতুনের ছেলে মোহাম্মদ আলী (২০)।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তুলাবাগান বাজার থেকে এসব চোলাইমদ ও অটোরিক্সা জব্দ করা হয়।
সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের তুলাবাগান বাজারে একটি সিএনজি টমটমকে পিছন থেকে ধাক্কা দিলে টমটমের পিছনের অংশ সামান্য ক্ষতিগ্রস্ত হয়। এসময় স্থানীয়রা এবং পার্শ্ববর্তী ডে-নাইট ফুটবল মাঠ থেকে খেলোয়াররা ঘটনাস্থলে গেলে সিএনজি ড্রাইভার পালিয়ে যায়। তখন স্থানীয়রা সিএনজিতে থাকা যাত্রীকে আটক করে টমটমের জন্য ক্ষতিপূরণ চাওয়ার সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে থাকা প্লাস্টিকের বস্তা থেকে মদের গন্ধ পেয়ে জনগণ রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে এসআই(নিঃ) মোঃ মজিবুর রহমান ও টহল ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম ও তার ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিএনজি যাত্রীকে আটক করে এবং সিএনজির পেছনে থাকা ৪টি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ লিটার মদ জব্দ করেন।
পরে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃত সিএনজি যাত্রী ও পলাতক সিএনজি ড্রাইভার পরস্পর যোগসাজশে দেশীয় চোলাইমদসমূহ বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেন আটককৃত সিএনজি যাত্রী।
এসআই মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এজাহার দায়ের করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।