১০ মার্চ, ২০২৫ | ২৫ ফাল্গুন, ১৪৩১ | ৯ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী   ●     ●  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত হোমিওপ্যাথিক চিকিৎসক দল   ●  চকরিয়ায় দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনকে আটক

রামু প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য আলোচনা ও ইফতার মাহফিল সম্পন্ন

Ramu Press Clubরামু প্রেস ক্লাবের উদ্যোগে মাহ্ েরমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। শুক্রবার (১০ জুলাই) রামু বাইপাস সিটি পার্ক কমিউনিটি সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে ও ক্লাবের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় ভাবগাম্ভীর্যপূর্ণ ইফতার মাহফিলে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রামু সেনানিবাসের ১০পদাতিক ডিভিশনের মেজর ফখরুল ইসলাম, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, পিপি এডভোকেট নুুরুল ইসলাম, রামু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু ৫০ ব্যাটালিয়নের কমান্ডার নায়েক সুবেদার শাহজাহান, রামু উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল্লাহ মুহাম্মদ হাসান, ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল হোসেন কোং, জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান এম.এম নুরুচ্ছফা, রামু সমিতির সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম মাতবর।
রামু প্রেস ক্লাব সদস্য হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যক্তিবর্গের মাঝে উপস্থিত ছিলেন- রামু কলেজের অধ্যক্ষ আবদুল হক, দৈনিক কক্সবাজার বার্তার নির্বাহী সম্পাদক, নিউজকক্সটোয়েন্টিফোর.কমের সম্পাদক দুলাল বড়–য়া, রামু রহমানিয়া আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি গিয়াস উদ্দিন কোং, রামু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শওকত হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, পরিবার-পরিকল্পনা কর্মকর্তা জসিম মো. ইউছুপ, এফডিএসআর রামু এর পরিচালক খোন্দকার দেলোয়ার হোসেন, রাজারকুল রেঞ্জ কর্মকর্তা আমির হামজা, সাবেক শিক্ষা অফিসার মাহমুদুল হক, রামু প্রেস ক্লাবের আজীবন সদস্য এম.সুলতান আহমদ মনিরী, রহমানিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিক, সুজন রামু সভাপতি মাষ্টার মোঃ আলম, কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা আবদুচ্ছালাম কুদছী, কক্সবাজার বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম, ব্যবসায়ী নুরুল হক কোং, রফিক কোং, জোয়ারিয়ানালা এইচ.এম.সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক সিকদার, জোয়ারিয়ানালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইন, রামু উপজেলা অওয়ামীলীদের সহ-সভাপতি তপন বড়–য়া, নুরুল হোসেন মেম্বার, রামু লেখক ফোরামের সভাপতি, এম. আতাউর রহমান প্রমূখ।
ইফতার মাহফিল ও আলোচনা সভার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, রামু প্রেস ক্লাবের সহ-সভাপতি এইচ.বি পান্থ, যুগ্ম সম্পাদক কাজী এম. আবদুল্লাহ আল মামুন, সদস্য অর্পন বড়–য়া, আবুল কাশেম, মুহাম্মদ আবু বকর ছিদ্দিক, আহমদ ছৈয়দ ফরমান, মো. নাছির উদ্দিন, সাংবাদিক আবদুল মালেক সিকদার, গোলাম মওলা, আবুল কাশেম সাগর, মো. কামাল, প্রকাশ সিকদার ও সুরেশ বড়–য়া প্রমূখ।
দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও গুণিজনদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণে মূখরিত এ ইফতার আয়োজনে বক্তারা বলেন, মাহে রমজান খোদাভীতি অর্জনের মাধ্যমে সত্য-ন্যায়ের পথে অটল-অবিচল থাকার শিক্ষা দেয়। এ শিক্ষা ধারণ করে সাংবাদিক ও লেখকদেরকে সত্যনিষ্ঠ লিখনীর মাধ্যমে সুস্থ-সুন্দর সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। রামু উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নুরুল হাকীমের পরিচালনায় বিশেষ মুনাজাতের মধ্য দিয়ে মাহফিল সমাপ্ত হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।