১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান কাল, প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি;

রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান আগামী শনিবার (২৮ মে) সন্ধ্যা ৬ টায় রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়ের ওসমান সরওয়ার আলম চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন- কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য ও তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। প্রধান আলোচক থাকবেন- দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন- বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম এর ডেপুটি এডিটর তপন চক্রবর্তী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, রামু উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, রামু থানার অফিসার ইনচাজ (ওসি) মো. আনোয়ারুল হোসাইন, দৈনিক আমাদের সময় এর চট্টগ্রাম ব্যুরো চীফ হামিদ উল্লাহ, বাংলাদেশ টেলিভিশনের কক্সবাজার সংবাদদাতা জাহেদ সরওয়ার সোহেল, রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোসাইন হেলালী, প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি দর্পণ বড়ুয়া, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক দীপক বড়ুয়া, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস মোহাম্মদ হোসেন, সাবেক সভাপতি খালেদ শহীদ, সাবেক সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাবেক সাধারণ সম্পাদক এইচ বি পান্থ, সাবেক সাধারণ সম্পাদক সুনীল বড়–য়া, সাবেক সাধারণ সম্পাদক এম আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে রামু প্রেস ক্লাবের নব গঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন- রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক স্বদেশ শর্মা।
এছাড়াও দেশ বরণ্যে সাংবাদিক, কক্সবাজার-রামুর সুধীজনরা এ অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন রামু প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সভাপতি নীতিশ বড়–য়া ও সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ।
এদিকে শনিবারের বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সফল করার লক্ষ্যে রামু প্রেস ক্লাবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার রাতে রামু প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি নীতিশ বড়–য়ার (দৈনিক পূর্বকোণ) সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ  (দৈনিক আমাদের সময়, দৈনিক কক্সবাজার) এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- রামু প্রেস ক্লাবের নব গঠিত কমিটির সহ-সভাপতি এসএম জাফর (দৈনিক রুপালী সৈকত), সহ সভাপতি খালেদ হোসেন টাপু  (দৈনিক বাঁকখালী), যুগ্ম-সাধারণ সম্পাদক আল মাহমুদ ভূট্টো (দৈনিক মানবজমিন, আজকের দেশবিদেশ), সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম (সিবিএন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাছির উদ্দিন (কক্সবাজার প্রতিদিন, সকালের সময়), অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান (দৈনিক সাঙ্গু, হিমছড়ি), দপ্তর সম্পাদক হাসান তারেক মুকিম (দৈনিক কক্সবাজার বার্তা), প্রচার সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর (নুর নিউজ), কার্যকরী সদস্য খালেদ শহীদ (দৈনিক সমকাল, রুপসীগ্রাম), জহির খন্দকার (দৈনিক কক্সবাজার), সদস্য প্রসূন বড়ুয়া (নবান্ন টিভি), আবুল কাশেম সাগর (টিটিএন), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (দৈনিক দিনকাল), কামাল হোসেন (দৈনিক ভোরের কাগজ), শওকত ইসলাম (আজকের দেশবিদেশ), কফিল উদ্দিন (দৈনিক খোলা কাগজ, কক্সবাজার বার্তা), শিপ্ত বড়ুয়া (আজকের পত্রিকা, টিটিএন), মো. সাইদুজ্জামান (দৈনিক দৈনন্দিন), এমএইচ আরমান (দৈনিক মেহেদী), হামিদুল হক (দৈনিক আজকের দেশবিদেশ), নুরুল হক সিকদার (এশিয়ান টিভি), সুজন চক্রবর্তী (দৈনিক কক্সবাজারর ৭১), হুমায়ন কবির (দৈনিক জনতা) মো. আবদুল্লাহ (দৈনিক মেহেদী) প্রমূখ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।