প্রেস বিজ্ঞপ্তিঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে আমার কাজের সদর দপ্তর হচ্ছে কক্সবাজার, মিয়ানমারের জাতিগত হত্যা, নিধনের স্বীকার রোহিঙ্গা গোষ্টি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দেশে আশ্রয় প্রার্থীদের সহযোগীতার জন্য সকল দপ্তরের সাথে সমন্বয় করে কক্সবাজার জেলা প্রশাসনের কাছে ত্রান সামগ্রী পৌছে দিচ্ছি। রোহিঙ্গাদের অপশন সাগরে ভুবে মরব তাও মায়ানমার সেনাবাহিনীর হাতে মরব না। রোহিঙ্গা নারী শিশুদের কথা ভেবে মানবতার কথা ভেবে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আকাশের মত উদার চিত্ত নিয়ে সিমান্ত খুলে দিয়েছেন। বিশ্বে এটা একটা বিরল ঘনটা। রাজনৈতিক নেতারা পরবর্তী নির্বাচন নিয়ে ভাবলেও একজন রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী জেনারেশন নিয়ে ভাবেন। এ সময় যুবলীগ কে নব সৃষ্ট উল্লাশে বৈশাখী ঝড়ের সাথে তুলনা করেন, যুবলীগ চেয়াম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর প্রকাশনা ঐতিহাসিক দলিল, যুবলীগ শুধু আন্দোলন সংগ্রামে রাজপথে থাকে না তারা মেধা মননের চর্চা করেন। গতকাল সোমবার (২ অক্টোবর) বিকাল ৩টায় কক্সবাজার হোটেল সী প্যালেস হল রুমে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় সম্মানিত অতিথির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যেমন গঙ্গার পানি চুক্তি করেছেন, সহিংসতা ছাড়া পার্বত্য শান্তি চুক্তি করেছেন, ছিটমহল সমস্যার সমাধান করতে পারেন, সমুদ্র সীমানা বাড়াতে পারেন, যিনি জলে স্থলে বাংলাদেশের মানচিত্র সম্প্রসারিত করতে পারেন, ৫৬ হাজার বর্গ মাইলের বাংলাদেশ কে যিনি দুই লক্ষ ছয়চল্লিষ হাজার সায়ত্রিশ করতে পারেন, তিনিই পারবেন রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান।
কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি মোঃ খোরশেদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ।
সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব সাইফুজ্জামান শেখর, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, কক্সবাজার ৩ আসনের আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি, ২ আসনের আশেক উল্লাহ রফিক এমপি, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটন।
যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এতে বক্তব্য রাখেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মোঃ ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মোঃ আতাউর রহমান, এড. বেলাল হোসাইন, শাহজাহান ভ্ইুয়া মাখন, জাকির হোসেন খাঁন, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ মহি, সুব্রত পাল, নাসরিন জাহান শেফালী, সাংগঠনিক সম্পাদক মুহা: বদিউল আলম, আসাদুল হক আসাদ, ফারুক হাসান তুহিন, সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুর রহমান মিজু, শফিকুল ইসলাম, এড. কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, সহ সম্পাদক কাজী মারুফুল ইসলাম বিপ্লব, জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম দক্ষিন জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, উত্তর জেলার সাধারণ সম্পাদক এস এম রাশেদুল আলম, চট্টগ্রাম মহানগর যুবলীগ যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, বান্দরবন জেলা যুবলীগের আহবায়ক মোহম্মদ হোসাইন, খাগরাছাড়ি জেলা যুবলীগের ভারপ্রাপ্রাপ্ত সভাপতি মেহেদী হাসান হেলাল, সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন।
কক্সবাজার জেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বাবুল ইসলাম বাহাদুর পবিত্র কোরআন থেকে তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভার শুরুতে সঞ্চালনা করেন জেলা যুবলীগের দপ্তর সম্পাদক নীতিশ বড়ুয়া। এতে কক্সবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি এড. এইচ.এম শহীদুল্লাহ চৌধুরী, শহীদুল হক সোহেল, সোহেল আহমদ বাহাদুর, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জাফর আলম, আইন বিষয়ক সম্পাদক এড. জিয়া উদ্দিন আহমদ, জেলা যুবলীগ নেতা সরুপম পাল পাঞ্জু, বেন্টু দাশ, কামরুল হাসান চেয়ারম্যান, ফরিদুল আলম, নুরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, রামু উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সাধারণ সম্পাদক রাজিবুল হক রিকো, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, পৌর যুবলীগের আহবায়ক শোয়েব ইফতেকার, যুগ্ন-আহবায়ক ডালিম বড়–য়া, সাহেদ ইমরান, আসাদ উল্লাহ, টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর হোসেন চেয়ারম্যান, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, যুগ্ন আহবায়ক এড. শেখ কামাল, মোঃ সেলিম উল্লাহ সেলিম, কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিক, যুগ্ন-আহবায়ক সেলিম উদ্দিন লিটন, আরিফুল ইসলাম, পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ বারেক, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি হাছানগীর হোসাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা যুবলীগের আহবায়ক আনছারুল করিম, যুগ্ন-আহবায়ক কাইছারুল হক বাচ্চু প্রমুখ।
৩ অক্টোবর, মঙ্গলবার মায়নমার থেকে আসা রোহিঙ্গাদের মাঝে কোটি টাকার ত্রাণ ত্রাণ বিতরণ করবেন যুবলীগ নেতৃবৃন্দ। যুবলীগ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে সকাল ১১টায় এ ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।