বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ও তার বোন বঙ্গভবনে পৌছলে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি ও তার স্ত্রী। রাত পৌনে ৯টার দিকে প্রধানমন্ত্রী বেরিয়ে আসেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজ-খবর নেন। রাষ্ট্রপতির স্বাস্থ্যের উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।”
স্বাস্থ্যের খোঁজ খবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রাষ্ট্রপ্রধান।
প্রায় দেড় ঘণ্টা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এবং প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও এসময় উপস্থিত ছিলেন।
গত ৪ মে পাঁজরের চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন রাষ্ট্রপতি। গত ২৯ এপ্রিল তিনি সিঙ্গাপুরে গিয়েছিলেন।
এর আগে গত ২৭ এপ্রিল সর্বশেষ বঙ্গভবনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেদিন তিনি তার ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে জানিয়েছিলেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।