২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

রাসূল (স:) এর সুন্নাহ্ মোতাবেক জীবন যাপন করলে ইহকাল ও পরকালের শান্তি পাবে : কোটবাজারে মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:)


উখিয়ার কোটবাজারে ব্যবসায়ী মহলের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ঐতিহাসিক ২৩ তম পবিত্র সীরাতুন্নবী (স:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ডিসেম্ভর রবিবার কোটবাজার ব্যবসায়ী মহল কর্তৃক আয়োজিত ভালুকিয়াপালং সড়কে প্রতিবছরের ন্যায় এ বছরও প্রধান মেহমান হিসাবে উপস্থিত থেকে মানবজাতির কল্যাণের জন্য প্রার্থনা করেন বায়তুশ শরফ আনজুমানে ইত্তেহাদ বাংলাদেশ এর সভাপতি আলেমকুলের শিরোমনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসেরুল কোরআন পীরে কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন (ম:জি:আ:) পীর সাহেব। এ সময় হুজুরে কেবলা মাও: মুহাম্মদ কুতুব উদ্দিন পীর সাহেব পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বলেন, আজ সারা বিশ্বের মুসলমানদের ধর্ম ইসলামকে রক্ষা করতে হলে মুসলমানদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহর প্রিয় হাবিব নবী করিম (স:) এর সুন্নাহ্ ও আকীদাহ্ মোতাবেক জীবন যাপন করতে হবে। তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি বলেন আল্লাহর নবী হযরত মোহাম্মদ (স:) ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দূত। তাই তাঁর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা প্রত্যেক মানবজাতির একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তিনি দেশ-জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি-সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর নিকট দোয়া করেন। ইহকাল ও পরকালের শান্তি পেতে হলে আল্লাহ ও রাসূল (স:) এর সুন্নাহ্ মোতাবেক জীবন যাপন করা প্রতিটি নর-নারীর দায়িত্ব ও কর্তব্য। পবিত্র সীরাতুন্নবী (স:) মাহফিলে সভাপতিত্ব করেন, রাজাপালং এম, ইউ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: এ. কে. এম আবুল হাছান আলী। মাহফিলে তশরীফ পেশ করেন মাওলানা ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল হক, হাফেজ ক্বারী কামাল, মাওলানা শামশুল ইসলাম ও হাফেজ ফয়েজ উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রতœাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, কক্সবাজার বায়তুশ শরফ কমপেক্সের মহা সচিব মাষ্টার সিরাজুল ইসলাম ও মাওলানা তাহেরুল ইসলাম। উক্ত মাহফিলে সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত থেকে আলোচনা ও মোনাজাতে অংশগ্রহণ করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।