সাকিব আল হাসান ভারতের প্রতিরোধ ভাঙার পর আঘাত হেনেছেন রুবেল হোসেন। এরপর অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের চাপে ফেলেছে বাংলাদেশ।
৩৯ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৯৪ রান। রোহিত শর্মা ৮৯ রানে সুরেশ রায়না ৪০ রানে ব্যাট করছেন।
১৭তম ওভারে বোলিংয়ে এসেই আঘাত হানেন সাকিব। তার বল এগিয়ে এসে খেলতে গিয়ে বলে ব্যাট ছোঁয়াতে পারেননি শিখর ধাওয়ান। সুবর্ণ সুযোগটি কাজে লাগিয়ে স্টাম্পিং করে তাকে ফেরান মুশফিকুর রহিম।
পরের ওভারে ভারতকে বড় একটা ধাক্কা দেন রুবেল হোসেন। অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে মুশফিকের ক্যাচে পরিণত হন বিরাট কোহলি।
২৮তম ওভারে অজিঙ্কা রাহানেকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। তার বল তুলে মারতে গিয়ে সাকিবের তালুবন্দি হন রাহানে। বাঁদিকে অনেকটা সরে গিয়ে লুফে নেন সাকিব।
বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে কোয়ার্টার-ফাইনালে টস জিতে ব্যাটিং নেয় ভারত।
বাংলাদেশ দলে ফিরেছেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। এই ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলছে বাংলাদেশ।
ভারত দল অপরিবর্তিত রয়েছে।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড বা এমসিজিতে শেষ ১০ ম্যাচের সাতটিতেই জিতেছে আগে ব্যাট করা দল।
টসের সময় মাশরাফি জানান, এমসিজিতে প্রথমে ব্যাট করার ইচ্ছে ছিল বাংলাদেশেরও।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।