২৭ নভেম্বর, ২০২৪ | ১২ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রোহিঙ্গাদের এনআইডি প্রাপ্তির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড রোহিঙ্গা শরনার্থী শিবির পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এসময় তিনি রেজিস্টার্ড রোহিঙ্গা শিবিরের নিয়ন্ত্রিত প্রশাসনের সাথে বৈঠকে মিলিত হন। ৮ এপ্রিল সকাল ১১টায় কুতুপালং রোহিঙ্গা শরনার্থী শিবিরের ক্যাম্প ইনচার্জ এর অফিস হলরুমে ক্যাম্প অভ্যান্তরে দায়ীত্ব ও কর্তব্যরত বিভিন্ন সেবা সংস্থা এবং এনজিও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। ক্যাম্প ইনচার্জ মোঃবদরদৌজ্জা এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া শিবির এর শিক্ষা, সাস্থ্য,খাদ্য,পুষ্টি, ত্রাণ কার্যক্রম ও আইনশৃঙ্খলা বিষয়ে খোঁজ খবর নেন। পরে শিবিরে নিয়োজিত বিভিন্ন সেবা প্রতিষ্ঠান ঘুরে -ঘুরে দেখেন। সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি বলেন,রেজিস্টার্ড ৩৪ হাজার রোহিঙ্গাদের শিক্ষা, সাস্থ্য,খাদ্য, আবাস ও নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ সেবা দিয়ে যাবে সরকার। রেজিস্টার্ড ও আন -রেজিস্টার্ড রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে না যাওয়া পর্যন্ত সার্বিক বিষয়ে সরকার ইতিবাচক সহযোগিতায় পাশে থাকবে। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন,যেসব রোহিঙ্গা কৌশলে এদেশের জাতীয় পরিচয় পত্র হাতে পেয়েছে এবং জায়গা -জমি ক্রয় করে বসবাস করছে,তাদের বিষয়ে খোঁজ -খবর নেওয়া হবে। এসবের সাথে জড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ শাহ কামাল, উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইন উদ্দিন, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল খায়ের সহ প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের দায়ীত্বরত কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।