বিশেষ প্রতিবেদকঃ মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে প্রাণ বাঁচাতে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ ও পুনর্বাসন কাজে সেনাবাহিনী অংশ নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী যোগ দেবে।’
বুধবার সকালে কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য নানা ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেয়া ত্রাণ গ্রহণ শেষে সাংবাকিদের তিনি এসব কথা জানান।
এ সময় আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, স্থানীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মোঃ আলী হোসেন, পুলিশ সুপার ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
পরে ত্রাণগুলো জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করেন ওবায়দুল কাদের।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।