২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

রোহিঙ্গাদের সেবায় ছাত্রলীগের চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল

কক্সবাজার সময় ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন নিযার্তন-নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য এবার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল চালু  করল বাংলাদেশ ছাত্রলীগ।
শুক্রবার দুপুরে বালুখালীতে এই চিকিৎসা কেন্দ্র ও সেল গঠন করা হয়। কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেলের উদ্বোধন করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন জানান, ছাত্রলীগের বিভিন্ন ইউনিট থেকে আসা ত্রাণসামগ্রী আরো সুষ্ঠুভাবে রোহিঙ্গাদের মধ্যে বিতরণের জন্য ‘মনিটরিং সেল’গঠন করা হয়েছে। ছাত্রলীগের কেউ ত্রাণ দিতে চাইলে এই সেলের সঙ্গে যোগাযোগ করলেই বাকী কাজ তারা করে দিবে। এ ছাড়া অসুস্থদের চিকিৎসা নিশ্চিত করতে ছাত্রলীগের পক্ষ থেকে একটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র চালু করা হয়েছে। যেখানে নারী ও পুরুষ ডাক্তারের দুটি আলাদা টিম কাজ করছে। প্রাথমিক চিকিৎসা কেন্দ্র থেকে প্রয়োজনীয়  ওষুধ দেয়া হচ্ছে।
তিনি আরো জানান, রোহিঙ্গাদের জন্য বিশুদ্ধ পানি পৌঁছে দেয়া, নিরাপদ সেনিটেশন ব্যবস্থাসহ চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ছাত্রলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছে।
উদ্বোধনকালে সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক শামীম বলেন, ‘ শুরু থেকেই রোহিঙ্গাদের জন্য কাজ করছে বাংলাদেশ ছাত্রলীগ যা অত্যন্ত প্রশংসনীয়। এ সব কাজে ভবিষ্যতেও তাদের কোনো সাহায্য লাগলে আমরা দিতে প্রস্তুত। ’ এমন উদ্যোগ নেয়ার জন্য ছাত্রলীগকে ধন্যবাদ জানান তিনি।
এস এম জাকির হোসাইন বলেন, ‘যেখানেই মানবিক বিপর্যয় সেখানেই ছাত্রলীগ। শুরু থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ’
তিনি আরো বলেন, ‘ যে ভরসা নিয়ে সহায় সম্বলহীন রোহিঙ্গারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ছুটে এসেছে আমরা সেটা নিশ্চিত করব। আমরা একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব।’
রোহিঙ্গাদের নিরাপদে দেশে ফিরিয়ে না দেয়া পর্যন্ত  শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ তাদের জন্য  নিরলস ভাবে কাজ করে যাবে বলেও জানান জাকির হোসাইন। সমাজের বিত্তবানদের রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চোধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম প্রমুখ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।