কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গাবাহী ৪টি নৌকা ও ১২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি। মঙ্গলবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত উখিয়ার বালুখালী এবং টেকনাফের নাফ নদীর সীমান্ত পয়েন্ট দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, ‘ভোরে উখিয়ার বালুখালী সীমান্ত পয়েন্টে শূন্যরেখা অতিক্রম করে ১২ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেন। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের ফেরত পাঠায়।’
বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, ‘ভোর ৫টার দিকে নাফ নদীর হ্নীলার ফুলেরডেইল পয়েন্টের জলসীমার শূন্যরেখা অতিক্রম করে ৪টি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। এসময় বিজিবির টহল দল অভিযান চালিয়ে তাদের মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন রোহিঙ্গা ছিল।’
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।