২৫ নভেম্বর, ২০২৪ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

রোহিঙ্গা ক্যাম্পে ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবেঃ ওবায়দুল কাদের

ইব্রাহীম আজাদ বাবুঃ মানবতার সেবায় দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ ছাত্রলীগের চিকিৎসা সেবা মূলক মনিটরিং সেল থেকে অসহায় নির্যাতিত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করে আসছে ছাত্রলীগ।
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার কক্সবাজার সফর ও কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ শেষে সন্ধ্যায় ছাত্রলীগের খোঁজখবর নেন রোহিঙ্গা ক্যাম্পে ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প সম্বন্ধে মন্তব্য করে বলেন
“রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ ছাত্রলীগের মেডিকেল ক্যাম্প ইতিহাস হয়ে থাকবে”

উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর বাংলাদেশ মিয়ানমার সেনাবাহিনীর নজিরবিহীন নিযার্তন-নিপীড়নের মুখে বাংলাদেশে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের জন্য প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেল চালু করে বাংলাদেশ ছাত্রলীগ। বালুখালীতে এই চিকিৎসা কেন্দ্র ও সেল গঠন করা হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ও মনিটরিং সেলের উদ্বোধন করেন।

এই সময় বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজ হায়দার চোধুরী রোটন, কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ বাবু, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন তানিম সহ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।