কক্সবাজার সময় ডেস্কঃ সাম্প্রতিক রোহিঙ্গা সমস্যা ও আন্তর্জাতিক আইন নিয়ে চেক প্রজাতন্ত্রের সাংবাদিক ডেভিড জাক্সের মুখোমুখি হয়েছেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. নায়ীম আলিমুল হায়দার। উক্ত সাক্ষাৎকারে বর্তমান রোহিঙ্গা ইস্যু ও তার উপর আন্তর্জাতিক আইন এর প্রভাব নিয়ে ডেভিড জাক্স এর নানা প্রশ্নের উত্তর দেন ড. মোঃ নায়ীম আলীমুল হায়দার।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে সামরিক বাহিনীর নির্যাতনে প্রায় ৫ লাখের অধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।