পারভেজ হোসেন নোওসাদ; রামু
রামু উপজেলার অন্যতম খুনিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক সাংবাদিক আবদুল মাবুদ নিজের উদ্যাগে খুনিয়া পালং ইউনিয়নকে এগিয়ে নিয়ে চলেছেন শিক্ষা দিক্ষায় সবদিক থেকে।
এরই দ্বারাবাহিকতায় খুনিয়া পালং ইউনিয়নের বলিপাড়ায় মাটির দেয়াল ও ছন পলথিনের ছাউনী মসজিদটি ভেঙ্গে ইটের মসজিদ করার সিদ্ধান্ত নেয়। মসজিদটির বয়স প্রায়১৭ বছর। খুনিয়া পালং ইউনিয়নের বলিপাড়ায় দেড়শতাধিক পরিবারের জামে মসজিদ এটি। এটির সংস্করণে কোন বেসরকারী সংস্হা, এনজিও এগিয়ে আসেনি। অনেক দেন দরবার করেও ব্যার্থ হয় এলাকার মানুষ। অবশেষে স্হানীয় জনগনের নিজস্ব অর্থায়নে চেয়ারম্যানের উৎসাহে নিজেরাই মসজিদটি পাকা করনের উদ্যোগ গ্রহন করেন। ১মে বাদ জুমা মসজিদের নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মাবুদ। এসময় আরও উপস্থিত ছিলেন প্রবীন মুরব্বী মোঃ কালু, হাজি আবদুর রহমান কতিপয় ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। চেয়ারম্যান দ্রুত কাজ শেষ করার আশ্বাস দেয় সাধারন জনগনকে। তিনি আরো জানান প্রয়োজনে তিনি সব ধরনের সহযোগিতা এলেকা বাসীকে প্রধান করবেন।
চেয়ারম্যানের এমন উদ্যাগে খুশি হয় এবং সবাই চেয়ারম্যানকে অভিনন্দন জানাই। চেয়ারম্যানের দীর্ঘায়ু কামনা করেন গ্রামের ধর্মপ্রান মুসল্লিরা। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।