২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লাঠি হাতে মোড়ে মোড়ে কক্সবাজার ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক::বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিরুদ্ধে জিয়া অর্ফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ (বৃহস্পতিবার)। এ রায়কে কেন্দ্র করে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে রয়েছে। এরই অংশ হিসেবে সকাল থেকে কক্সবাজার শহরের লাঠি হাতে মোড়ে মোড়ে অবস্থান নিতে দেখা গেছে ছাত্রলীগের নেতাকর্মীদের। বিএনপি নেতাদের হদিস না মিললেও ছাত্রলীগ বলছে, তাদের (বিএনপির) সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতেই এ অবস্থান।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়, সিনিয়র সহ-সভাপতি ইসমাঈল সাজ্জাদ, সহ- সভাপতি আভাষ শর্মা বিশু, সাধারণ সম্পাদক মোর্শেদ হোসাইন তানিম ও উপ-দপ্তর সম্পাদক মাইন উদ্দিনের নেতৃত্বে শহরের টেকনাপাড়ায় অবস্থান নিয়েছে নেতকর্মীরা। বাজারঘাটা এলাকায় আছেন জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হোসাইন ইবনে মারুফ ও সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম আজাদ বাবু’র নেতৃত্বে অবস্থান নিয়েছে নেতাকর্মীরা।

ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় বলেন, বিএনপির সন্ত্রাসী কর্মকাণ্ড ১৫ মিনিটে দমন করবে ছাত্রলীগ। সাধারণ মানুষ যাতে তাদের প্রতিদিনের মতো যাতায়াত করতে পারে সেদিকে খেয়াল রাখছে ছাত্রলীগ।

এদিকে রায়কে ঘিরে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে তৎপর আইনশঙ্খলাবাহিনী। তারাও পুরো কক্সবাজার শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। প্রতিনিয়ত টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও র‌্যাব। সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল।

প্রসঙ্গত, খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার বকশীবাজারে বিশেষ জজ আদালত-৫-এ ঘোষণা করার কথা রয়েছে। এ রায়কে কেন্দ্র করে জিরো ট্রলারেন্স জারি করেছে প্রশাসন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।