মানবাধিকার সংগঠন লাভ বাংলাদেশ এর লোহাগাড়া উপজেলা শাখার কো- অর্ডেনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন আমিরাবাদের কৃতি সন্তান আতাউর রহমান মাসুদ।তার পিতার নাম আনোয়ার হোসেন। তার বাড়ী আমিরাবাদ জনকল্যাণ বৈরবকুল এলাকায়। লাভ বাংলাদেশের চেয়ারম্যান মিজানুরর রহমান চৌধুরীর স্বাক্ষরিত তাকে কো- অর্ডেনেটর হিসেবে নির্বাচিত করা হয়। এ ব্যাপারে লাভ বাংলাদেশ লোহাগাড়া উপজেলা শাখার নব নির্বাচিত কো- অর্ডিনেটর আতাউর রহমান মাসুদ বলেন, মানবাধিকার সংগঠন একটি কল্যাণমুখী ও সেবামুলক সংগঠন। এই সংগঠন আমাকে লোহাগাড়া উপজেলার কো অর্ডিনেটর হিসেবে নির্বাচিত করায় নিজেকে গর্ববোধ মনে করছি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।