২৬ এপ্রিল, ২০২৫ | ১৩ বৈশাখ, ১৪৩২ | ২৭ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

লামার আজিজনগরে চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব পালিত


বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীরা হাতে পেয়েছে নতুন বই। এসব শিক্ষার্থীর মনে এখন বাঁধভাঙা আনন্দের জোয়ার বইছে। নতুন বইয়ের ঘ্রাণ যেন মাতোয়ারা করেছে তাদের। নতুন বছরের আনন্দ, নতুন ক্লাসে উঠার আনন্দ, নতুন বই পাওয়ার আনন্দ সকলের চোখে-মুখে। সারাদেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল উদযাপিত হয় বই উৎসব। এতে যোগ দেয় হাজারো শিশু-কিশোর। ভোরের আলো ফুটতে বিদ্যালয়গুলোতে নতুন বই পাওয়ার আশায় ছুটে শিক্ষার্থীরা। পরে অনাবিল আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে ঘরে ফেরে। মা-বাবাকে প্রবল উৎসাহ নিয়ে দেখায় নতুন বছরের প্রথম দিন উপহার হিসেবে পাওয়া বইগুলো। বই বাঁধাই নিয়ে চলে খুনসুটি।
উৎসবের উদ্বোধন করেন আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আজিজনগর আওয়ামীলীগের সভাপতি রফিক আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক একরামুল হক বাবুল, সাংগঠনিক সম্পাদক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কামরুল ইসলাম কানন। বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী, তামাচিং মার্মা প্রমূখ। স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক সাবিনা ইয়াছমিন সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি সকল শিক্ষার্থীর হাতে পাঠ্যবই তুলে দেয়ার মহতি উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।