চট্টগ্রামের লোহাগাড়া দরবেশহাট সওদাগর পাড়াস্থ লায়লা-হাকিম ফাউন্ডেশন হেফজখানা ও এতিমখানা’র উদ্যোগে দস্তারবন্দি ও অালোচনা সভা ১৭ই মে বাদে জোহর মাদ্রাসার হল রুমে অনুষ্টিত হয়েছে। লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানা’র প্রতিষ্ঠাতা সভাপতি, লোহাগাড়া উপজেলা ব্রীকফিল্ড মালিক সমিতির সভাপতি,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোঃ শাহাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলম।গেষ্ট অব অনার ছিলেন লোহাগাড়া থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার)। সাংবাদিক রায়হান সিকদারের সঞ্চালনায় প্রধান ওয়ায়েজ ছিলেন লোহাগাড়া ইসলামীয়া ফাজিল মাদ্রাসা’র উপাধ্যক্ষ ড.মাওলানা মাহমুদুল হক ওসমানী। বক্তব্যে রাখেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক, দৈনিক ইত্তেফাক লোহাগাড়া প্রতিনিধি অধ্যাপক মোঃ ইলিয়াছ, বীর চট্রগ্রাম মঞ্চ’র বিশেষ প্রতিনিধি কাইছার হামিদ, দৈনিক ভোরের কাগজের লোহাগাড়া প্রতিনিধি সাংবাদিক সাইফুল ইসলাম,মাওলানা ফরিদুল আলম,খালেকিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক আমির চিশতি।অনুষ্টানে আরো উপস্হিত ছিলেন লোহাগাড়া ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুল আলম কোম্পানী, সহ-সভাপতি মোঃ সেলিম উদ্দিন,সাবেক বিআরডিবির চেয়ারম্যান নাছির মেম্বার,লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানার প্রতিষ্টাতা পরিচালক মহি উদ্দিন চৌধুরী ভুট্টো,জামাল উদ্দিন চৌধুরী, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম,যুবনেতা খাজত আলমসহ এলাকার মান্যগণ্য ব্যাক্তিগন ও মাদ্রাসা’র শিক্ষক ও হাফেজ শিক্ষার্থীরা।অনুষ্টান শেষে প্রধান অতিথি এবং সভাপতি সহ উপস্থিত অতিথিরা ৩’জন হাফেজকে ফুলেল শুভেচ্ছা দস্তারবন্দি ও সনদ প্রদান ও পাগড়ি পরিয়ে দেন। সভায় ইউএনও মাহবুব আলম বলেন, এই মাদ্রাসা এলাকার শিক্ষার্থীদেরকে ধর্মীয় শিক্ষা প্রদানের মাধ্যমে এগিয়ে যাচ্ছে। লায়লা হাকিম হেফজখানা ও এতিমখানাকে লোহাগাড়া প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন নবাগত ইউএনও। অনুষ্টান শেষে মোনাজাত পরিচালনা করেন লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপধ্যক্ষ মাওলানা ড.মাহমুদুল হক ওসমানি।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।