১৯ এপ্রিল, ২০২৫ | ৬ বৈশাখ, ১৪৩২ | ২০ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোকে লোকারণ্য মাবুদ চেয়ারম্যানের আয়োজিত মুজিব বর্ষের “রোড শোডাউন”

মোঃ আব্দুল আল মামুন:

কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদের নেতৃত্বে ৩শতাধিক গাড়ি বহর নিয়ে মটর শোভাযাত্রার মাধ্যমে মুজিব শতবর্ষ উজ্জাপন করেছেন খুনিয়া পালং ইউনিয়ন বাসি।

২০ মার্চ রোজ শনিবার সকাল ১১টার দিকে এ মটর শোভাযাত্রা শুরু করেন খুনিয়া পালংবাসী।
এর আগে ১৭ মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যম নিজের ফেসবুকে মটর শোভাযাত্রার ঘোষণা দেন খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিক আব্দুল মাবুদ। তার ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে খুনিয়া পালং এর পেঁচারদ্বীপে মেরিন ড্রাইব সড়ক সংলগ্ন মাঠে বিভিন্ন ওয়ার্ড থেকে গাড়ি বহর এসে জমায়েত হয়।

সকাল ১১টার দিকে আসন্ন মাইক্রোবাস, হাইস,, ডাম্পার এবং শতাধিক মটর সাইকেল সমন্বয়ে বিশাল মটর শোভাযাত্রা শুরু হয়।

 

মুজিববর্ষ উদযাপন উপলক্ষে এ মটর শোভাযাত্রা উদ্ভোদন করেন কক্সবাজার-৩ আসনের সংসদ আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রামু উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান সালাহ উদ্দিন, খুনিয়া পালং এমইউপি ছৈয়দ আলম সুলতান, আবু তাহের,  রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, রামু উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক নিতিশ বড়ুয়া, রামু উপজেলা ছাত্র লীগ নেতা তসলিম উদ্দিন সোহেল, বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ খুনিয়া পালং শাখার সভাপতি আয়াজ উদ্দীন ফাহিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, খুনিয়া পালং ইউনিয়ন ছাত্র লীগ নেতা মোঃ আরমান, সমাজ সেবক, রমিজ আহম্মদ, গিয়াস উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তি বর্গ।

বর্ণাঢ্য এই মটর শোভাযাত্রা পেঁচাদ্বীপ থেকে শুরু করে গোয়ালিয়া পালং হয়ে ধোয়া পালং রাস্তার মাথায় আরকান সড়কে প্রবেশ করে। এর পর  তুলাবাগান- পাইনবাগান সংযোগ সড়ক দিয়ে রামু-মরিচ্যা সড়ক প্রদক্ষিণ করে মৌলবী বাজার সড়ক দিয়ে দারিয়ার দীঘি-আবুল বন্দর থেকে রহমানিয়া মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা সড়ক থেকে বের হয়ে ধেচুয়া পালং সরকারি  প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে ধেচুয়া পালং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মটর শোভাযাত্রা শেষ হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।