১১ মে, ২০২৫ | ২৮ বৈশাখ, ১৪৩২ | ১২ জিলকদ, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী আজ   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র সপ্তম মৃত্যুবার্ষিকী আজ   ●  শ্রমিক দিবসে সামাজিক সংগঠন “মানুষ” এর ভিন্নধর্মী উদ্যোগ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১১তম মৃত্যুবার্ষিকী ২৯ এপ্রিল   ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা

লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো কার চালক সমিতির নির্বাচন সম্পন্ন

received_1864206610465454
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ লোহাগাড়া আমিরাবাদ মাইক্রো কার চালক সমিতির নির্বাচন ৮ নভেম্বর আমিরাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে সকাল ৮ টা থেকে ভোট শুরু হয়ে বিকেল ৪ টায় শেষ হয়। নির্বাচনে সভাপতি পদে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চালকদের প্রিয় মানুষ মোহাম্মদ আবু তাহের নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচনে সহ অর্থ সম্পাদক সাহাব উদ্দিনসহ আরো ৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচন চলাকালীন সময়ে ভোটারদের মধ্যে অনেক বেশী আনন্দ উল্লাস করতে দেখা গেছে। চালকরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে খুবই অানন্দিত এবং উৎপুল্ল। উক্ত নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা হলেন যথাক্রমে সাধারণ সম্পাদক পদে বিজয়ী লাভ করেছেন মোহাম্মদ শওকত হোসেন(বাই সাইকেল)। প্রাপ্ত ভোট ৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তাহের(হারিকেণ প্রতীক) পেয়েছেন ৬৮ ভোট এবং ওমর ফারুক(আনারস) পেয়েছেন ১৩ ভোট। সহ-সভাপতি পদে যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ হেলাল উদ্দিন(সিএনজি প্রতীক)। প্রাপ্ত ভোট ৯৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুর রশিদ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৫৩ ভোট। সহ সাধারণ সম্পাদকে বিশাল ব্যবধানে রেকর্ড করেছেন এনামুল হক বাবুল(চশমা)। প্রাপ্ত ভোট ১০৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল বাবু(গোলাপ ফুল) পেয়েছেন ৪২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে যিনি বিজয়ী হয়েছেন মুজিবুর রহমান মুজিব(টেলিভিশন) । প্রাপ্ত ভোট ৭৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোরশেদ আলম (কাতাল মাছ) পেয়েছেন ৭৪ ভোট। সদস্য পদে যিনি বিজয়ী হয়েছেন মোহাম্মদ শাহেদ আলম(ফুটবল)। প্রাপ্ত ভোট ৭৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিকাশ দাশ(তালা চাবী) পেয়েছেন ৭১ ভোট। এদিকে, নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করতে আসেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান ও বটতলী শহর উন্নয়ন কমিটির অাহবায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী,আমিরাবাদ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী,যুবনেতা ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আলম,উপজেলা যুবলীগ নেতা নাজিম উদ্দিন। নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার, লোহাগাড়া ডায়াবেটিক জেনারেল হাসপাতালের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য সমাজকর্মী আরমান বাবু রুমেল। নব গঠিত কমিটির সভাপতি আবু তাহের বলেন,চালকদের সুখে দুঃখে পাশে থেকে নতুন কমিটি নিয়ে কাজ করব। নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত হোসেন জানান,চালকরা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করায় অতন্ত খুশি। চালকদের কল্যাণের জন্য সবসময় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচন শেষে নতুন কমিটি নিয়ে একটি আনন্দ মিছিল বের হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।