২২ এপ্রিল, ২০২৫ | ৯ বৈশাখ, ১৪৩২ | ২৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

লোহাগাড়ার জেএসসি ও জেডিসি পরীক্ষা

received_1818361561755410
লোহাগাড়া উপজেলায় জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন ১ নভেম্বর শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। এদিন কোন পরীক্ষার্থী বহিস্কার হয়নি বলে জানা গেছে। জেএসসি পরীক্ষায় মূলতঃ ৩টি কেন্দ্র যথাক্রমে দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র, লোহাগাড়া শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র ও মোস্তফা বেগম গার্লস্ হাইস্কুল কেন্দ্র। এখানে ৩২টি স্কুলের ৪ হাজার ২’শ ৬০জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৬৩জন। দক্ষিণ সাতকানিয়া গোলামবারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ১ হাজার ৫’শ ১৫জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৩৩জন। লোহাগাড়া শাহ্পীর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২টি বিদ্যালয়ের পরীক্ষার্থী ছিল ১ হাজার ৩’শ ৯৮জন। তন্মধ্যে অনুপস্থিত ছিল ১৭জন। মোস্তফা বেগম গার্লস্ হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্র ৯টি বিদ্যালয়ের ১হাজার ৩’শ ৪৭জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১৩জন। অপরদিকে জেডিসি পরীক্ষায় আমিরাবাদ সুফিয়া মাদ্রাসা কেন্দ্র ২৩টি মাদ্রাসার পরীক্ষার্থীর সংখ্যা ১হাজার ৮’শ ৭৬জনের মধ্যে অনুপস্থিত ছিল ৪৬জন। পরীক্ষা চলাকালীন সময়ে সবকেন্দ্রের পরিবেশ শান্ত ছিল। পরীক্ষার দিন বিদ্যালয়ের কেন্দ্রগুলো পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জাহান পিপিএম(বার)। অন্যদিকে, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার সমশুল আলমসহ শিক্ষা বোর্ডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিদ্যালয় পরিদর্শক আমিরাবাদ গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের নতুন ডিজিটাল অফিস ঘুরে দেখে মুগ্ধ হন। ডিজিটাল অফিস দেখে বিদ্যালয় পরিদর্শক উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সফল সভাপতি মরহুম আশরাফ আলী চৌধুরীর দৌহিত্র তরুণ ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ ফোরকান উল্লাহ চৌধুরী ও প্রধান শিক্ষক মাষ্টার সামশুল আলমসহ বিদ্যালয়ের সকল সদস্য ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দদেরকে ধন্যবাদ জানান। বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম জানান, বিদ্যালয়ের বিভিন্ন ধরনের অবকাঠামোগত উন্নয়নে পরিচালনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নের অগ্রযাত্রা আরো অনেক দুর এগিয়ে যাবে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ফোরকান উল্লাহ্ চৌধুরী বলেন, বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে তিনি সর্বাতœক সহযোগিতা দিয়ে যাবেন এবং বিদ্যালয়ের সুনাম রক্ষায় সব সময় কাজ করে যাবেন বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।