রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের বনপুকুর হাটখোলা মুড়া এলাকা হতে আজ ১৩মার্চ ভোরে অভিযান চালিয়ে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃতের নাম মুহাম্মদ কলিম(৪০)। সে ওই এলাকার সমশুল আলমের পুত্র। লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে ভোরবেলায় থানার এএসআই মুহাম্মদ আবদুল কাইয়ুমের নেতৃত্বে একটি পুলিশি দল চুনতি হাটখোলা বনপুকুর এলাকা হতে অস্ত্র ও ডাকাতি মামলার পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় অস্ত্র ও ডাকাতি মামলা রয়েছে।
আটককৃত অস্ত্র ও ডাকাতি মামলার আসামী মুহাম্মদ কলিমকে ১৩মার্চ সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি(তদন্ত) মুহাম্মদ জহির উদ্দিন জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।