৩ এপ্রিল, ২০২৫ | ২০ চৈত্র, ১৪৩১ | ৪ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

লোহাগাড়ায় আরও ৩জন করোনায় আক্রান্ত,১জনের মৃত্যু

ফাইল ছবি

রায়হান সিকদার,লোহাগাড়াঃ

চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে মঙ্গলবার (৭ মে) রাতে
করোনার নমুনা পরীক্ষায় লোহাগাড়ায় ৩জন কোভিট-১৯ পজেটিভ আসে। এর মধ্য করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু হয়েছে।

বিষয়টি রাত সাড়ে ১১টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ।
এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬ জন,মৃত্যুের সংখ্যা ১জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ জানান,
চট্টগ্রামের ফৌজদার হাটে স্থাপিত বিআইটিআইডিতে করোনার নমুনা পরীক্ষায় ৩জন পজেটিভ আসে। গত ৩মে আমরা ২জনের নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম।তারা ২জন পজেটিভ আসে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মী।২জনের মধ্য ১জনের বাড়ী সাতকানিয়ায়।পুরুষ। বয়স ৩৫ বছর এবং আরেকজনের বাড়ী ঢাকায়।সে মহিলা।বাকি ১জন উপজেলার আমিরাবাদ ইউনিয়নের হাঁছির পাড়া এলাকায়। তার নাম নুরুল ইসলাম(৪৬) ।সে ওই এলাকার মৃত আছহাব মিয়ার পুত্র। সে অসুস্হ হলে গত ২মে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করে। পরে সেখান থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। গতকাল দুপুর দেড়টাই নুরুল ইসলাম করোনা উপসর্গ নিয়ে মারা যান বলেও তিনি জানান।
করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু ব্যক্তি বটতলী কাঁচা বাজারের কলার আড়তদার বলে জানা গেছে।

এই নিয়ে লোহাগাড়ায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬জন। মৃত্যুর সংখ্যা ১জন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।