রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা ১৯ সেপ্টেম্বর সকাল আনুমানিক সাড়ে ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ.খ.ম মহিউল ইসলাম। পরিবার পরিকল্পনা অধিদপ্তর (এমসিএইচ সার্ভিসেস) এর পরিচালক ও এমসিআরএইচ লাইন ডিরেক্টর চিকিৎসক নেতা ডা: মো: শরিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহাবুব আলম, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রথম সাংগঠনিক সম্পাদক, স্থানীয় সাংসদ ড. নদভী এমপির সহধর্মীনি নারী নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আনোয়ার কামাল, পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডিরেক্টর ডা: ফাহামিদা সোলতানা, লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডা: হানিফ, ডা: ওখাইন ববি, পরিবার পরিকল্পনা চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক ডা: সুব্রত কুমার চৌধুরী, গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডা: কানিজ নাছিমা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ইনচার্জ ডা: রিয়াজ শাহাব উদ্দিন, মেডিকেল অফিসার ডা: কাজী লামিয়া সারমিন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের মেডিকেল অফিসার ডা: সেহেলী নার্গিসের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চুনতি ইউপির চেয়ারম্যান জয়নাল আবেদীন জনু কোম্পানী, পদুয়া ইউপি চেয়ারম্যান মো: জহির উদ্দিন, চরম্বা ইউপি চেয়ারম্যান মাষ্টার মো: শফিকুর রহমান, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এমডি জুনাইদ চৌধুরী, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী, লোহাগাড়া সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো: আব্দুস ছবুর কন্ট্রাকটর, আধুনগর ইউপির ১নং প্যানেল চেয়ারম্যান বাবু শিবু রঞ্জন পাল, কলাউজান ইউপি সদস্য মিসেস জেসমিন আক্তার, সাতকানিয়া লোহাগাড়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা কহিনুর আক্তার, সাতকানিয়া নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার। এছাড়াও অনুষ্ঠানে হাসপাতালের কর্মরত চিকিৎসকগণ, স্টার্ফগণ ও বিভিন্ন ইউনিয়নের কর্মরত স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী অ.খ.ম মহিউল ইসলাম বলেছেন, মাননীয় প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং প্রত্যেক ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করা হয়েছে। স্বাস্থ্য সেবায় বিশেষ অবদান রাখায় মাননীয় প্রধান মন্ত্রী আন্তর্জাতিক ভাবে পুর¯ৃ‹ত হয়েছেন। কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের প্রভাবশালী সদস্য এমপি পতœী ও নারী নেত্রী রিজিয়া রেজা চৌধুরী বলেছেন বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব সরকার। মানুষের দৌড় গোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে জননেত্রী শেখ হাসিনা অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন বলেও তিনি জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।