রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আরকান মহাসড়কের পেঠান শাহ গেইটের সামনে ৬ মার্চ বেলা সাড়ে ১২টায় কাভারভ্যানের চাপায় ১ শিশু নিহত হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।নিহত শিশুর নাম মুহাম্মদ আবু বক্কর(৯)। সে পদুয়া নিশ্চিন্তাপুর এলাকার জাকির হোসেনের পুত্র। স্হানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকালে আবু বক্কর তার বাড়ী হতে গরুর দুধ নিয়ে রাস্তার পুর্ব পার্শ্বে নানার বাড়ীতে যাচ্ছিল। রাস্তা পারপারের সময় কক্সবাজার অভিমুখী (ঢাকামেট্টো-উ-২৩২৭) কাভারভ্যানটি তাকে চাপা দিলে পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলে প্রান হারায়। এদিকে,খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্গল হতে ঘাতক কাভারব্যানটি আটক করে। ঘটকার পরপরই গাড়ির চালক দ্রুত পালিয়ে যায় বলে জানা গেছে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।