২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় নির্বাচনের পুর্বে জনসাধারণকে দেওয়া প্রতিশ্রুতি রেখেছেন ওসি মোঃ সাইফুল

রায়হান সিকদার,লোহাগাড়াঃ গত ৩১মার্চ ২০১৯ইংরেজী লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচন অত্যন্ত সুন্দর,শান্তিপূর্ণ,অবাধ,নিরপেক্ষ, সুষ্টভাবে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অত্র উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণার পর হইতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরবর্তী দৃশ্যমান কোন সংঘাত বা কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোহাগাড়া থানা পুলিশের অত্যন্ত কঠোর অবস্হান এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কারণে তা সম্ভব হয়েছে।
**নির্বাচনের কয়েকদিন পুর্বে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম দেশবাংলাসহ বিভিন্ন অনলাইন পোর্টালে এক সাক্ষাতকার দিয়েছিলেন। উক্ত সাক্ষাতকারে থানার ওসি কোন সহিংসতা ছাড়াই লোহাগাড়া উপজেলায় একটি মডেল নির্বাচন উপহার দিবেন মর্মে লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণের সম্মুখে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি কিন্তু তিনি রক্ষা করেছেন। তিনি তখন আশ্বস্হ করেছিলেন, কোন অপশক্তি ভোট কেন্দ্রে গিয়ে দখল করা, অগ্রিম সিলমারা এবং ভোট কেন্দ্রে কোন ধরণের অনিয়ম করলে তা কঠোরভাবে তিনি দমন করবেন বলে বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ৩১মার্চ লোহাগাড়া উপজেলা নির্বাচন এলাকার সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্পূর্ত,নির্ভয়ে এবং উৎসবমূখর পরিবেশে কোন বাধা ছাড়াই ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোট প্রয়োগ করতে সক্ষম হয়েছেন।থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম লোহাগাড়ার জনসাধারণকে তাদের ভোটাধিকার প্রয়োগের যে আহবান এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন ৩১মার্চ ১৯ইং লোহাগাড়ার জনগণ বাস্তবে তা প্রমাণ পেয়েছেন। লোহাগাড়ার মানুষ সুন্দর পরিবেশে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরে অত্যন্ত খুশী এবং আনন্দিত। লোহাগাড়ায় আইন শৃঙ্খলা স্বাভাবিক রেখে সুন্দরভাবে নির্বাচন উপহার দিয়ে ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম এক নজিরবিহীন দৃষ্টান্ত স্হাপন করলেন যা সত্যিই প্রশংসনীয়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম সাধারণ জনগণের মাঝে সুন্দর ও সুষ্টু পরিবেশে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ায় এবং তার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করায় লোহাগাড়ার সর্বস্তরের জনসাধারণ ওসি সাইফুল ইসলামসহ সকল পুলিশ সদস্যবৃন্দদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।