রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাট শাহপীর পাড়া এলাকায় পিতা আবদুল মাবুধ কর্তৃক কন্যা ধর্ষণের ঘটনা ঘটেছে। পাষন্ড পিতা নামক নরপশু আবদুল মাবুধকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে ৭অক্টোবর সকালে লোহাগাড়ার সর্বস্হরের জনসাধারণের উদ্যোগে বটতলূ মোটর স্টেশন চত্বরে এক বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।মানববন্ধনে বক্তব্যে রাখেন লোহাগাড়ার সর্বস্হরের প্রিয়জন,থানার সুযোগ্য অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম(বার)। অন্যান্যদের মধ্যে মানববন্ধনে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী আহবায়ক রিদুওয়ানুল হক সুজন,যুবনেতা ও ব্যবসায়ী এম নুরুল আলম,
বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাব উদ্দিন,লোহাগাড়া তরুণ ঐক্য ফোরামের প্রতিষ্টাতা তারেক আজিজ চৌধুরী। এছাড়ারও লোহাগাড়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্হরের জনসাধারণ উপস্হিত ছিলেন।মানববন্ধনে বক্তারা পিতা নামের নরপশু আবদুল মাবুধকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।