২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ আটক ১৫

রায়হান সিকদার,(লোহাগাড়া): লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকা হতে পৃথক পৃথক অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলেন, মো: জাকারিয়া(৪০), রুহুল আমীন(৩৯), আবুল কাশেম(৩৭), মো: নাজিম উদ্দিন(৩৭), মো: ইলিযাছ(২২), মো: ইসমাঈল(৪০), মো: হাসান(৩০), মহিউদ্দিন(৩৮), মো: তৈহিদ(২৭), মো: আরমান(২৩), মো: জাবেদ(২০) ও মো সাহাব উদ্দিন(২৮)। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলেন,আবুল বশর(৪০), মো: মোসলেম উদ্দিন আই ওসমান গণি। বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো: ওয়াসিম মিয়া।
সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ফেব্রুয়ারী রাতে লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান পিপিএিম বার এর নেতৃত্বে একটি পুলিশি টিম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার অভিযোগে ৩ জন সাজাপ্রাপ্ত আসামীসহ ১৫ জনকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসেন।
লোহাগাড়া থানার ওসি মো: শাহাজাহান পিপিএম (বার) বলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করায় অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৩জন বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী। লোহাগাড়ায় কোন প্রকার নাশকতা ও বিশৃঙ্খলাকারীদের কাউকে ছাড়া দেওয়া হবে না বলেও তিনি জানান। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানার সেকেন্ড অফিসার এসআই সোহরাওয়ার্দী (সরওয়ার) উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।