রায়হান সিকদার,লোহাগাড়াঃ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৯ উদযাপন এবং জাতির শ্রেষ্ট সন্তান মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন সাতকানিয়া লোহাগাড়া’র সংসদ সদস্য, বিশ্ববরেণ্য আলেমেদ্বীন ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবু আসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদ ড.নদভীর সহধর্মিণী, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগ এর কার্যনির্বাহী সদস্য,নারীনেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার( ভূমি) পদ্মাসন সিংহ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতার আহমদ সিকদার,ডেপুটি কমান্ডার আবদুল হামিদ বেঙ্গল, যুদ্ধকালীন কমান্ডার মোস্তফিজুর রহমান চৌধুরী।এছাড়াও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুলের সকল শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দরা উপস্হিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি বলেন,মহান স্বাধীনতা দিবসের আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যাঁর অবিসংবাদিত নেতৃত্বে মুক্তিযুদ্ধ সংগঠিত ও পরিচালিত হয়েছিল। আজকের এই গৌরবময় দিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি ৩০ লক্ষ শহীদ ও জাতীয় ৪ নেতাকে।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।