১৮ এপ্রিল, ২০২৫ | ৫ বৈশাখ, ১৪৩২ | ১৯ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা দায়েরঃ আটক ২

রায়হান সিকদার,(লোহাগাড়া): চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়ায় পুর্ব শত্রুতার জের ধরে জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় শিক্ষার্থীর মা জাহান আরা বেগম বাদী হয়ে ২জনকে আসামী করে লোহাগাড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।যাহার মামলা নং ০৯ তাং ১০/০৮/২০১৮ ইং। মামলা হওয়ার পরের দিন ১১আগষ্ট সন্ধ্যায় মামলার দু`আসামী উত্তর আমিরাবাদ চৌধুরী পাড়া এলাকার সামশুল ইসলামের পুত্র মুহাম্মদ কামাল উদ্দিন(৩৬) এবং মোহাম্মদ জামাল উদ্দিন(৪৬)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারের বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ আবদুল হক উক্ত প্রতিবেদককে জানিয়েছেন।মামলার এজাহারে প্রকাশ,আমিরাবাদ মৌজার বিএস খতিয়ান নং ১৫৩৯, বিএস দাগ নং ১০৫০৪/১০৫১০ এর মধ্যে প্রতিপক্ষরা জায়গা পাবে বলে জোরপুর্বক সম্পত্তি দখল করার জন্য দীর্ঘদিন ধরে পায়তারা চালিয়ে আসছিল।গত ১০আগষ্ট বিকেলে বাদী জাহানারা বেগমের পুত্র দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী মাহিনুর আলম চৌধুরী(১৪) নতুন বাড়ী হতে পুরাতন বাড়ী ( চৌধুরী বাড়ীতে) বেড়াতে আসে। ওই দিন বিকেলে মাহিনুর আলম তার বাড়ীর সামনে পুকুরের পার্শ্বে সৃজিত ফলজ গাছের চারা কর্তন করিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। হঠাৎ অতর্কিতভাবে বিবাদী জামাল ও কামাল ঘটনাস্থলে এসে শিক্ষার্থী মাহিনকে দা ও লাটিসোটা দিয়ে এলোপাতাড়ী মারধর করে রক্তাক্ত জখম করে। এজাহারে আরো উল্লেখ যে,১নং বিবাদীর হাতে থাকা দা দিয়া বাদীর ছেলেকে মাথায় লক্ষ্যে করে কোপ মারার চেষ্টা করিলে সে কৌশলে পালিয়ে বাড়ীর ভিতরে ঢোকে পড়ে। পরবর্তীতে স্হানীয়রা লোকজন এগিয়ে এসে আহত অবস্হায় মাহিনুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার ব্যবস্হা গ্রহন করা হয় বলেও এজাহারে প্রকাশ।এ ব্যাপারে মামলার বাদী জাহানারা বেগম উক্ত প্রতিবেদককে বলেন,আমার ছেলে মাহিনুর নতুন বাড়ী জনকল্যাণ এলাকা হতে তার পুরাতন বাড়ীতে বেড়াতে যান। বিকেলে পুকুর পাড়ে একটি ফলজ গাছ কর্তন করিলে জামাল ও কামাল অতর্কিতভাবে আমার ছেলেকে এলোপাতাড়ী লাটিসোটা দিয়ে মারধর করে। তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে উক্ত আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।লোহাগাড়া থানার এসআই আবদুল হক বলেন,জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় একটি মামলা দায়ের হওয়ার পর আসামী জামাল এবং কামালকে আটক করে থানার হেফাজতে নিয়ে আসি।আসামীদেরকে আগামীকাল ১২আগষ্ট চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।