রায়হান সিকদার,লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়া এলাকায় ১৩জানুয়ারী দিবাগত রাত্রে অভিযান চালিয়ে মাবুধ(৩০) নামের ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন।
আটককৃত মাবুধ ওই এলাকার মোজাহের আহমদের পুত্র।। লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল জানান,আটক মাবুধ ৬মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী।চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
বন মামলা ২৮/০৯ তাকে ৬মাসের সাজা প্রদান করা হয়।সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।গতকাল দিবাগত রাত্রে চরম্বা নাছির মুহাম্মদ পাড়া এলাকা হতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাবুধকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসি। আটক মাবুধকে ১৪জানুয়ারি সকালে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে বলে লোহাগাড়া থানার এসআই অজয় দেব শীল জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।