রায়হান সিকদার,লোহাগাড়াঃ টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় আমার গ্রাম, আমার শহর,আদর্শকে ধারণ করে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) বাস্তবায়নের লক্ষে লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫জুন সকাল ১০টায় উপজেলা পাবলিক হলে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ তৌছিফ আহমেদের সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী।
বিশেষ অালোচক ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল ও নাগরিক সমাজের প্রতিনিধি আলহাজ্ব মুহাম্মদ ইসমাঈল মানিক।
প্রধান অতিথির বক্তব্যে স্হানীয় সরকার মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব দীপক চক্রবর্তী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার জাতিসংঘ ঘোষিত ২০৩০ এজেন্ডা তথা টেকসই উন্নয়ন অভীষ্ট(এসডিজি) এবং নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর।
এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট(জিআইইউ) নানামূখী কার্যক্রম গ্রহণ করেছে এবং ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত মেয়াদের বৈশ্বিক ও উন্নয়ন এজেন্ডা বাস্তবায়নের পরিকল্পনা প্রণয়নে বাংলাদেশ ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি সাধন করেছে।
তিনি আরো বলেন, এসডিজির ১৭টি অভীষ্টের আওতায় ১৬৯ টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সূচক রয়েছে। প্রতিটির জন্য ইতোমধ্যে lead/co-lead ও associate মন্ত্রনালয়/বিভাগ চিহ্নত করা হয়েছে।
এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে অনেক কর্মপরিকল্পনা গৃহিত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়ন সমৃদ্ধিশালী দেশ।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) পদ্মাসন সিংহ`র সঞ্চালনায় কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য প.প. কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হানিফ, লোহাগাড়া বিআরডিবির চেয়ারম্যান মুহাম্মদ আরমান বাবু রোমেল, লোহাগাড়া উপজেলা প্রকৌশলী প্রতিপদ দেওয়ান, পল্লী বিদ্যুৎ সমিতি-১ লোহাগাড়া উপজেলার ডিজিএম মুহাম্মদ বেলায়েত হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ারুল ইসলাম,উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈল, উপজেলা শিক্ষা অফিসার মুহাম্মদ একরাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মুহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ নুরুল ইসলাম,উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নিবাস দাশ সাগর,লোহাগাড়া সদর ইউপির চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী, চরম্বা ইউপি চেয়ারম্যান মাস্টার মুহাম্মদ শফিকুর রহমান, লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাস্টার এসকে সামশুল আলম, আমিরাবাদ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ইউনুছ প্রমুখ।
এছাড়াও কর্মশালায় অংশ নেয় জনপ্রতিনিধি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান,সাংবাদিক ও বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।