২৪ নভেম্বর, ২০২৪ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২১ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ   ●  ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশী  জেলেকে ফেরত দিল আরাকান আর্মি   ●  মেরিন ড্রাইভে ইয়াবাসহ নারী আটক   ●  সড়ক দখল করে নৈরাজ্য সৃষ্টি, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়ার অভিযোগে কক্সবাজারে আ.লীগের ৯১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

লোহাগাড়ায় হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা প্রদান

রায়হান সিকদার,(লোহাগাড়া): দক্ষিণ চট্টগ্রামের অন্যতম শিক্ষামূলক প্রতিষ্ঠান হাজী সামশুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, আলোকিত সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সামশুল ইসলাম। বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক-শিক্ষিকার পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে সম্মাননা স্মারক একটি ক্রেষ্ট প্রদান করা হয়েছে। শিক্ষায় ও সমাজ সেবায় বিশেষ অবদান স্বরূপ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাকে এ সম্মাননা স্মারক ক্রেষ্ট প্রদান করা হয়েছে বলে জানা গেছে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রবীণ শিক্ষাবিদ ও শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী, সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কলামিষ্ট মো: হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও দক্ষিণ সাতকানিয়া গোলামবারী মডেল উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রাজনীতিবিদ ও ব্যবসায়ী মো: ছরওয়ার আক্তার। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দরা উপস্থিত ছিলেন। এসময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হাজী সামশুল ইসলাম উক্ত প্রতিবেদককে জানিয়েছেন, এলাকায় শিক্ষা বিস্তারে ও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যালয়টি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠা করেছি। এ বিদ্যালয় হতে শিক্ষার্থীরা সু-শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে উঠুক এটা আমার প্রত্যাশা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক নেতা বাবু সুনীল কুমার চৌধুরী বলেছেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সুনামকে ধরিয়ে রাখতে কাজ করে যাচ্ছে। প্রতি বছরে জেএসসি এবং এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা শতভাগ পাশ করে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।