চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের আরকান মহাসড়কের ফরেষ্ট অফিস এলাকায় অভিযান চালিয়ে ১হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাফেজ মুসলিম উদ্দিন (৩৪) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সেই সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের শফি সওদাগরের বাড়ির মোহাম্মদ আব্দুল খালেকের পুত্র। সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬আগষ্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় লোহাগাড়া থানার উপ-পরিদর্শক প্রভাত কর্মকার ও তার সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে নিয়ে উল্লেখিত এলাকায় চট্টগ্রাম অভিমুখী এস আলম বাসে (চট্টমেট্রো-ব-১১-৫৭০) গাড়ীতে তল্লাশি চালিয়ে ১হাজার পিচ ইয়াবাসহ হাফেজ মুসলিম উদ্দিনকে গ্রেফতার করে থানার হেফাজতে নিয়ে আসে। আটককৃত মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: শাহ্জাহান পিপিএম (বার) জানিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।