২১ এপ্রিল, ২০২৫ | ৮ বৈশাখ, ১৪৩২ | ২২ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত

রায়হান সিকদার,(লোহাগাড়া): উৎপাদন মূখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই সেøাগানকে সামনে রেখে লোহাগাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের উদ্যোগে ৪ নভেম্বর সকাল আনুমানিক ১১ টায় উপজেলা পাবলিক হলে ৪৬তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক আলোচনা ও সমবায় র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সাংসদ ড. আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীর সহধর্মীনি বিশিষ্ট নারী নেত্রী ও সমাজকর্মী মিসেস রিজিয় রেজা চৌধুরী। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে প্রবীণ শিক্ষাবিদ মাষ্টার প্রদীপ কুমার দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা বাবু উদয়ন বড়–য়া। সভায় বিশেষ অতিথি ছিলেন লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুচ্ছফা চৌধুরী, লোহাগাড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ও জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য মোঃ আরমান বাবু রোমেল, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান এম.ডি জুনাইদ চৌধুরী, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক নুরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, লোহাগাড়া বটতলি ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও লোহাগাড়া মা-মনি হাসপাতালে সেক্রেটারী ডাঃ আক্তার আহমদ, আমিরাবাদ ইউপির ২নং প্যানেল চেয়ারম্যান সমাজ সেবক এস.এম ইউনুস, মাষ্টার মোঃ মাহবুবুর রহমান, সমবায় অফিস সহকারী মোঃ মহিউদ্দীন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী সমাজকর্মী মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, “বর্তমান সরকার অসহায় ও দুঃখী মানুষের সরকার। সমবায় শক্তি, সমবায় মুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশ এখন অনেক উন্নত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলেও তিনি জানান। অনুষ্ঠান শেষে উপজেলা সমবায় অফিসের পক্ষ থেকে লোহাগাড়ার বিভিন্ন এলাকার সফল সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন কেন্দ্রীয় মহিলা আ’লীগ নেত্রী মিসেস রিজিয়া রেজা চৌধুরী ও ইউএনও মোঃ মাহবুব আলম সহ অন্যান্য অতিথিবৃন্দরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।