১৯ মার্চ, ২০২৫ | ৫ চৈত্র, ১৪৩১ | ১৮ রমজান, ১৪৪৬


শিরোনাম
  ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!   ●  কক্সবাজার জেলা প্রশাসনে ‘হাসিনার ভূত’ .নৈশভোটের মাস্টারমাইন্ড ইয়ামিন বহাল তবিয়তে   ●  কক্সবাজার সদর হাসপাতালে যোগদান করলেন ডা. আরিফা মেহের রুমী

লোহাগাড়া অাইস পার্ক অনলাইন সপের শুভ উদ্বোধন

received_1827560930835473
চট্রগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনস্হ আইস পার্ক অনলাইন সপ(জেন্টর্স কালেকশন) এর শুভ উদ্বোধন ১৮ নভেম্বর বিকেল ৪ টায় শুভ উদ্বোধন করা হয়। শুরুতে কেক কেটে অনুষ্টান উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্টানে অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সংগ্রামী যুগ্ন আহবায়ক, তরুণ প্রজন্মের অহংকার মিজানুর রহমান মিজান,যুগ্ন আহবায়ক তারুণ্যের অহংকার তৌহিদুল হাসান।উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্তিত ছিলেন আইস পার্ক অনলাইন সপের মালিক মোহাম্মদ মামুনুর রশিদ,মোহাম্মদ ইমন,যুবলীগ নেতা সাইফুল হাকিম, তৌহিদুল ইসলাম, সাতকানিয়া যুবলীগ নেতা মোহাম্মদ হুমায়ন,তরুণ ব্যবসায়ী মোহাম্মদ শওকত হোসেন,ব্যবসায়ী জিয়াউর রহমান, বাবু, বাবলু, রাশেদ, মামুন, সুমন, হেফাজত, সাইফুল, আলম, এরশাদ প্রমুখ। বক্তারা বলেন,লোহাগাড়ায় এই প্রথম অনলাইন সপ হয়েছে। গ্রাহকেরা তাদের পছন্দ অনুযায়ী পোশাক সংগ্রহ করতে পারবে।লোহাগাড়ার সর্বস্তরেের গ্রাহকদের সীমিত দামে কাপড় সামগ্রী ক্রয় করার সুযোগ দিতে আইস পার্ক অনলাইন সপের মালিককে অনুরুধ জানান বক্তারা। লোহাগাড়া আইস পার্ক অনলাইন সপের মালিক তরুণ ব্যবসায়ী মোঃ মামুনুর রশিদ মামুন জানান,গ্রাহকদেরকে সীমিত মুল্যে পছন্দ অনুযায়ী বিভিন্ন ধরণের কাপড় সামগ্রী সংগ্রহ করতে পারবেন। অনলাইনে সব ধরণের জেন্টর্স কালেকশন হোম সার্ভিসের মাধ্যমে প্রদান করা হবে বলেও তিনি জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।