২০ এপ্রিল, ২০২৫ | ৭ বৈশাখ, ১৪৩২ | ২১ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী

লোহাগাড়া উপজেলা নিবার্চনঃ খোরশেদ-নৌকা, বাবুল-আনারস, খোকন-দোয়াত কলম

রায়হান সিকদার,লোহাগাড়াঃ আগামী ২৪ মার্চ ৩য় ধাপে লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে অংশ গ্রহণকারী চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ করা হয়েছে।

আজ ৮ মার্চ (শুক্রবার) চট্টগ্রাম জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্ধ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ মনির হোসেন খান ।

লোহাগাড়া উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।

প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে বরাদ্ধকৃত প্রতীকের মধ্যে রয়েছে:

উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রতীকের প্রার্থী , লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খোরশেদ আলম চৌধুরী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন খোকন চৌধুরী (দোয়াত-কলম)।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে:

লোহাগাড়া উপজেলা আওয়ামীলীগের উপ- দপ্তর সম্পাদক এম এস মামুন (চশমা) , আরমান বাবু রোমেল (তালা), এম ইব্রাহিম কবির (টিউবওয়েল) ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিজান (মাইক)

মহিলা ভাইস চেয়ারম্যান পদে : লোহাগাড়া উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক নারীনেত্রী জেসমিন আক্তার( ফুটবল) (১), শাহীন আক্তার,( কলসী) পারভীন আক্তার( প্রজাপতি) ও শাহিন আকতান সানা ( হাসঁ)। এদিকে প্রতীক পাওয়ার পরই প্রার্থীদের পক্ষে প্রচার প্রচারণা শুরু হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।