২ এপ্রিল, ২০২৫ | ১৯ চৈত্র, ১৪৩১ | ৩ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন   ●  উখিয়া সমাজসেবা কর্মচারীর নামে বিধবা ভাতা’র টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ   ●  ‘পটভূমি পরিবর্তনের জন্য সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য’ – সরওয়ার জাহান চৌধুরী   ●  উখিয়ার বরণ্য রাজনৈতিক মৌলভী আবদুল হকের ১৯ তম মৃত্যু বার্ষিকী ২০ মার্চ   ●  হাসিঘর ফাউন্ডেশন বাংলাদেশ ভলান্টিয়ার সিজন-১ এর ফল প্রকাশিত   ●  মিরসরাই প্রেসক্লাবের ইফতার ও সুধী সমাবেশ   ●  বন কার্যালয় পুড়িয়ে দেওয়ার হুমকির ভিডিও ভাইরাল, নিরাপত্তা চেয়ে জিডি   ●  টেকনাফে ১০০০ জেলে পরিবারকে সহায়তা করছে কোস্ট ফাউন্ডেশন   ●  আল-নুর ইন্টান্যাশনাল মাদ্রাসা’র বই বিতরনী অনুষ্ঠান সম্পন্ন   ●  টেকনাফে গহীন পাহাড়ে বন্যহাতির রহস্যজনক মৃত্যু!

শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী

বিশেষ প্রতিবেদক:

হারানো ব্যাগ উদ্ধার করে দিয়ে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেবের মুখে হাসি ফুটালেন টিম কোতোয়ালী। গতকাল বুধবার ব্যাগটি উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করা হয়।
কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব শংকর প্রসাদ দেব মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে কদমতলী নামেন। কদমতলী থেকে সিএনজি যোগে তাঁর বর্তমান ঠিকানা নন্দনকাননে এসে রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় ভুলবশত সিএনজিতে একটি ব্যাগ রেখে নেমে যান। ব্যাগে তাঁর দামি আইপ্যাড, কাপড়চোপড়, এবং বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। অনেক খোঁজাখুঁজি করে ব্যাগের কোন হদিস না পেয়ে শেষ পর্যন্ত শরণাপন্ন হন কোতোয়ালী থানার।

কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী ও এসআই মৃণাল কান্তি মজুমদারের নেতৃত্বে সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গাড়ির নাম্বার সনাক্ত করে “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ব্যাগটি উদ্ধার করা হয়।
বুধবার মালিকের কাছে ব্যাগটি হস্তান্তর করা হয়।

হারানো সকল মালামালসহ ব্যাগটি পেয়ে শংকর প্রসাদ দেব বলেন, এতো অল্প সময়ে টিম কোতোয়ালীর কাজের অগ্রগতি দেখে আমি সত্যিই অনেক আনন্দিত এবং আশান্বিত। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিএমপি তথা বাংলাদেশ পুলিশের প্রতি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।