বাংলাদেশে ভাষা ও সাহিত্যে বাচিক শিল্পের কীর্তিমান প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমীর ৩৩ বছর পূর্তি কার্যক্রমে এবার আয়োজিত হচ্ছে শব্দায়ন স্বাধীনতা উৎসব। ‘স্বাধীনতা, মুক্তির আলোয় জীবনের জয়গান’ শিরোনামে শুক্রবার ৩১ মার্চ বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতা উৎসবের অনুষ্ঠান শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন কবি আবুল কালাম আজাদ এডভোকেট, প্রধান অতিথি থাকবেন জেলা পুলিশ সুপার ড. একেএম ইকবাল হোসেন, বিশেষ অতিথি থাকবেন বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহা পরিচালক এমএম সিরাজুল ইসলাম, ঢাকা থেকে আগত বিশিষ্ট নাট্যজন শাহজাহান আলী সাজু। শব্দায়ন আবৃত্তি একাডেমী কর্তৃপক্ষের মাধ্যমে জানা গেছে, এই উৎসবে আবৃত্তি, সঙ্গীত, কাব্য দৃশ্যায়নের মাধ্যমে স্বাধীনতার ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা হবে। আয়োজনের মধ্যে রয়েছে শব্দায়নের শিশু-কিশোর ও জ্যেষ্ঠ শিক্ষার্থীদের পরিবেশনায় আবৃত্তি, নৃত্য, সঙ্গীত ও কাব্য দৃশ্যায়ন। এপার এবং ওপার বাংলার বিশিষ্ট আবৃত্তিকার পারভেজ চৌধুরীর একক আবৃত্তি, ঢাকা থেকে আগত কবি শওকত সাদীর কবিতা পাঠ, উখিয়ার মাষ্টার শাহ আলমের পুঁথি পাঠ এবং বিশেষ পরিবেশনায় থাকবে রামু লোকশিল্পীদের হঁলা। এই আয়োজনে সকলকে আমন্ত্রন জানিয়েছেন শব্দায়ন স্বাধীনতা উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক মানসী বড়–য়া ও সদস্য সচিব মোঃ রাশেদুল ইসলাম।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।