বাংলাদেশে ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও বাচিক শিল্পের স্বনামখ্যাত প্রতিষ্ঠান শব্দায়ন আবৃত্তি একাডেমীর ৩৩ বছর পূর্তি কার্যক্রমে অনুষ্ঠিত হলো শব্দায়ন স্বাধীনতা উৎসব। ‘স্বাধীনতা, মুক্তির আলোয় জীবনের জয়গান’ শিরোনামে শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে স্বাধীনতার গান, কবিতা, ইতিহাস আলোচনার মধ্য দিয়ে উৎসব অনুষ্ঠিত হয়।
‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার আবৃত্তি ও ‘স্বাধীনতার এই সূর্যটা’ গানের যুগল পরিবেশনায় উৎসবের বৈকালিক পর্ব শুরু হয়। পরে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে নিয়ে সান্ধ্য পর্বের সূচনা হয়। উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও শব্দায়ন রামু উপ-কেন্দ্রের উপ পরিচালক মানসী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি আবুল কালাম আজাদ এডভোকেট, এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এ কে এম ইকবাল হোসেন। এরপর এক সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অতিথিরা। এতে স্বাগত বক্তব্য রাখেন শব্দায়ন আবৃত্তি একাডেমীর পরিচালক জসীম উদ্দিন বকুল।
আলোচনা সভায় অংশ নেন বিশিষ্ট আবৃত্তিকার পারভেজ চৌধুরী, বিশিষ্ট নাট্যজন শাহজাহান আলী সাজু, কবি শওকত সাদী, অধ্যাপক মকবুল আহমেদ, বিশ্বজিৎ সেন। আলোচনা শেষে শব্দায়নের প্রথম ব্যাচের শিক্ষার্থী কবি সিরাজুল হক সিরাজ, অধ্যাপক মুজিবুল আলম, কবি বেলালুল ইসলাম সাগর এবং মফিজুর রহমান (সাধারণ সম্পাদক, জেলা জাতীয় পার্টি)। অতিথি মাষ্টার শাহ আলম, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, অধ্যাপক মইনুল হাসান পলাশ, কবি কামরুল হাসান, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য এড. প্রতিভা দাস, সেবা টেলিকমের স্বত্বাধিকারী দেলোয়ার হোসেন, বিশিষ্ট সংগীত শিল্পী প্রবীর বড়ুয়া, নাট্যজন বাবুল পাল, বিশিষ্ট চিকিৎসক ডা. ইফতেখার উদ্দিন কুতুবী, সংবাদকর্মী তৌফিকুল ইসলাম লিপুকে উত্তরীয় ও ব্যাজ পরিধান করান শব্দায়নের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন মহি, মো. ফয়েজ উদ্দিন, উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম, জ্যেষ্ঠ শিক্ষার্থী ইভানা পাপড়ি মুমু ও জেমিনা সাত্তার মুন্নি।
শব্দায়ন আবৃত্তি একাডেমীর সহকারী পরিচালক মিনহাজ চৌধুরী, জ্যোৎস্না ইয়াসমিন, প্রশিক্ষক রোমেনা আক্তার রুমা অনুষ্ঠান উপস্থাপনা করেন। শিশু-কিশোর বিভাগের উপস্থাপক ছিল মাইশা, তারা, অহর্ণা, অরিন্দম, ওহী, স্নেহা। ঢাকা থেকে আগত আবৃত্তিকার পারভেজ চৌধুরীর একক কবিতা আবৃত্তি, কবি শওকত সাদীর কবিতা পাঠের পাশাপাশি উৎসবে গান পরিবেশন করেন মীনা মল্লিক, নাইজিন হুদা প্রমি, ঈষিকা, ইপ্সিতা, মোঃ শাহেদ, রবি, অদিতি বড়ুয়া। নৃত্য পরিবেশন করেন অর্পিতা শর্মা, সম্পূর্ণা ধর ও স্বরলিপি ধর। শব্দায়নের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে উৎসবে অংশগ্রহণ করেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।