২১ ডিসেম্বর, ২০২৪ | ৬ পৌষ, ১৪৩১ | ১৮ জমাদিউস সানি, ১৪৪৬


শিরোনাম
  ●  উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযানে টিসিবি পণ্য জব্দ, তিন ব্যবসায়ীকে অর্থদন্ড   ●  নূরসানা মোর্শেদ পিউলির ঘরে অন্যরকম আনন্দ   ●  রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন উখিয়ার বীর মুক্তিযুদ্ধা আবুল খায়েরের   ●  “নূরসানা মোর্শেদ পিউলির বৃত্তি লাভ”   ●  এসপি হলেন সীমান্ত উপজেলার বাহারছড়ার সন্তান মোঃ সাইফুল্লাহ   ●  “হাসিঘর ফাউন্ডেশন’র শীত উৎসব উদযাপিত হয়েছে   ●  ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় ক্ষমতা হারালেন ৩ ইউপি চেয়ারম্যান   ●  উখিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে   ●  অপহরণের ৯ ঘন্টা পর অজ্ঞান অবস্থায় উদ্ধার স্কুলছাত্র   ●  শাহপরীর দ্বীপে ‘পর্যটন স্পট’ গড়তে চায় সরকার, পরিদর্শনে পর্যটন উপদেষ্টা

শব্দ দূষণের দায়ে কক্সবাজারে মামলা ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

হাইড্রোলিক হর্ণে উচ্চমাত্রায় শব্দ দূষণের সৃষ্টি করে পরিবেশ  দায়ে কক্সবাজারে ৩৬টি যানবাহন চালককে মামলা করে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বৃহস্পতিবার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩৬ টি যানবাহন চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করে সাড়েন একষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।