২৫ এপ্রিল, ২০২৫ | ১২ বৈশাখ, ১৪৩২ | ২৬ শাওয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  লুৎফুর রহমান কাজলের মা সাবেক এমপি সালেহা খানমের ইন্তেকাল করেছেন   ●  টেকনাফে যৌথ বাহিনীর সঙ্গে ডাকাতদলের গোলাগুলি, গুলিবিদ্ধ ১   ●  সিবিআইইউ’তে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন হয়েছে।   ●  গভীর রাতে পাহাড়ের মাটিভর্তি একটি ড্রাম ট্রাক( ডাম্পার) জব্দ করেছে কক্সবাজার বনবিভাগ   ●  অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ হলেন এসআই খোকন কান্তি রুদ্র   ●  উখিয়ায় সাংবাদিক জসিম আজাদের জমি ও বসতবাড়ি দখলের চেষ্টায় হামলা   ●  কৃষকদল নেতা পরিচয়ে জমি দখল গুলি বর্ষণ আটক ১   ●  উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের ৫ সদস্যের প্রতিনিধিদল পরিদর্শন   ●  প্রথম ধাপে এক লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার   ●  পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এসএসসি’১৮ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন

শব্দ দূষণের দায়ে কক্সবাজারে মামলা ও জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি:

হাইড্রোলিক হর্ণে উচ্চমাত্রায় শব্দ দূষণের সৃষ্টি করে পরিবেশ  দায়ে কক্সবাজারে ৩৬টি যানবাহন চালককে মামলা করে ৬১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। বৃহস্পতিবার  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লিংক রোড ও কক্সবাজার-টেকনাফ সড়কের মুহুরীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ের পরিচালক ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন।
তিনি বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) ও ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩৬ টি যানবাহন চালকের বিরুদ্ধে ৩৬টি মামলা দায়ের করে সাড়েন একষট্টি হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী ৯৬ টি হাইড্রোলিক হর্ণও জব্দ করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম, উপ-পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান, পরিদর্শক ফাইজুল কবির।
পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবেন বলে জানিয়েছেন, কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাইফুল ইসলাম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।