কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের ফদনারডেইল এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৭ বসতবাড়ি ও তিনটি মুদিদোকান পুড়ে গেছে। এতে নগদ টাকাসহ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত শোকাহত এক মহিলা স্ট্রোক করে মারা গেছেন। তিনি ওই এলাকার মো. ছালেকের স্ত্রী হোসনে আরা (৪৫)। স্থানীয় কাউন্সিলর আকতার কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা (সার্বিক) প্রশাসক কাজী আবদুর রহমান, পৌর মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।
আকতার কামাল জানান, ওই এলাকার ইমাম হোসেনের স্ত্রী শারমিন আকতারের মালিকানাধীন ভাড়াবাড়ির একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত আগুন জ্বলে। ফায়ারসার্ভিস দলসহ সাধারণ লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
হোসনে আরার ভাসুর মো. হারুন সওদাগর জানান, আগুনে সর্বস্ব পুড়ে যাওয়ার শোক সইতে না পেরে হোসনে আরা স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অগ্নিকান্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে যান অতিরিক্ত জেলা প্রশাসক কাজী আবদুর রহমান, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের আরো কয়েকজন কর্মকর্তা। তারা ক্ষতিগ্রস্তদের সান্ত¡না দেন এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।