২৬ নভেম্বর, ২০২৪ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল, ১৪৪৬


শিরোনাম
  ●  মহেশখালীতে তুলে নিয়ে সাংবাদিক মাহবু্বের উপর হামলা   ●  ব্যাটারী চালিত ই-বাইক মালিক সমিতি মরিচ্যা ও মৌলভী পাড়া কমিটি অনুমোদন   ●  টেকনাফ সমুদ্রে গোসলে নেমে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু দুই ছাত্র নিখোঁজ।   ●  মাকে হত্যার পর থানায় ছেলের আত্মসমর্পণ।   ●  মারমেইড বীচ রিসোর্টে বালিয়াড়ি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান   ●  যারা খেলাধূলা করছে, তারা বিএনপির শক্তিকে অনুধাবন করতে পারছে না   ●  উখিয়ার নতুন ইউএনও কামরুল হাসান চৌধুরী   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে শক্তিশালী গ্রেনেড উদ্ধার   ●  ছয় কোটি তরুণের দেয়াল লিখন বাংলাদেশের নতুন সংবিধান   ●  চকরিয়ায় ২টি ডাম্পার ট্রাক ও এক্সকেভেটর জব্দ

শহরে পারিবারিক মিলন মেলা

 

কক্সবাজার শহরের জনতাসড়কে বসবাসকারী বাসিন্দাদের নিয়ে টানা ৬ষ্ঠ বারের মতো অনুষ্ঠিত হয়েছে পারিবারিক মিলন মেলা ২০১৭। “এসো সবাই মিলিত হয়” এই স্লোগানে অনুষ্ঠিত এই মিলন মেলায় সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি সংক্ষিপ্ত আকারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, এতো পরিবারের আয়োজনে একসাথে এই মিলন মেলা ভ্রাতৃত্বের বিশাল দৃষ্ঠান্ত। তিনি এই পারিবারিক মিলন মেলা আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এরপর তিনি পিএসসি ও জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মনানা তুলে দেন।

শুক্রবার বিকাল ৩ টা থেকে পবিত্র কোরআন তেলোয়াতে মাধ্যমে পারিবারিক মিলন মেলার কার্যক্রম শুরু উত্তর টেকপাড়ার জনতাসড়কের কোরালরীফের মাঠে। এরপর একে একে শিশু-কিশোরদের ‘ক’ গ্রুপ ও ‘খ’ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা, ক্বেরাত প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয় মহিলাদের মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা, পুরুষদের বালতিতে বল নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার পর পিএসসি-জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। নৈশভোজ, পারিবারিক সদস্যদের মধ্যে অনুভুতি প্রকাশ, সাংস্কৃতিক অনুষ্ঠানের পরে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়, তৃতীয়স্থান হওয়ারদের পুরস্কার বিতরন করা। পুরস্কার তুলে দেন পৌর মেয়র সরওয়ার কামাল। শিশু-কিশোরদের ‘ক’ গ্রুপ ও ‘খ’ গ্রুপের চিত্রাংকন প্রতিযোগিতা অংশগ্রহণকারী সকল প্রতিযোগিকে পুরস্কৃত করা হয় মেলায়। শেষে অনুষ্ঠিত হয় বহুকাংখিত র‌্যাফেল ড্র। পারিবারিক মিলন মেলায় ১২০ পরিবারের প্রায় ৭০০ সদস্য অংশগ্রহণ করে।

বিচারকের দায়িত্ব পালন করেন শাহেদ নেওয়াজ, আকলিমা, রেজাউল করিম, জাফর জিয়া, টেকপাড়া বায়তুশ শরফ জামে মসজিদের খতিব ও মোয়াজ্জিন। মিলন মেলা উদ্যাপন কমিটিতে ছিলেন এডভোকেট মোঃ জাহেদ নেওয়াজ, মোঃ আলম, ছৈয়দ আলম, উসমান গণি, মোঃ শাহজাহান, মোঃ মহীদ উল্লাহ, আবছার কামাল, আহসান নেওয়াজ, আশরাফ নেওয়াজ, শহীদুল ইসলাম ভুট্টো, শেখ ফরহাদ লিটন, রউফ উন নেওয়াজ ভুট্টো, কামরুল হাসান সোহাগ, আবু খালিদ, শাহ নিয়াজ প্রমূখ। উল্লেখ্য ২০১২ সাল থেকে জনতা সড়কে বসাবাসকারী বাসিন্দাদের সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে আসছে এই পারিবারিক মিলন মেলা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।